একে দেই শুন্যের গায়ে , সাবলীল সরল রেখা মেখে দেই পার্থিব সুখস্বপ্নের গায়েও অলোকনন্দা জল। রেখে দেই তোর সিথানে সোনার কাঠির স্বপন জাদু পৈথানে তোর রূপার কাঠি মুগ্ধ আলোয় বিলীন সময়। ভোমরার খোজে কাটাচ্ছি এই পুরোটা ক্ষণ,পল অনুপল। একে দেই বিন্দু আমি শুন্যের ভেতর, বৃত্তের কেন্দ্র তুই ঈশ্বরও অনাহুত সেই বৃত্তে আমার, আমি বৃত্তের পরিধি [ বিস্তারিত ]