আপনার বাসায় যে মেয়েটি কাজ করে কখনো তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন ?
যদি যান, দেখতে পাবেন তারা আপনাকে দেখে কত খুশি হবে। কোন কিছু চিন্তা না করেই সব চেয়ে ভালো ডিম দেয়া মুরগিটা জবাই করে রান্না বসিয়ে দেবে। ক্ষেতে দৌড়াবে কচুর শাক তুলে আনবে। সন্ধ্যা পর্যন্ত আটকাবে পিঠা বানানোর জোগার করবে।
অথচ যখন মেয়েটির বাবা মা আপনার বাসায় আসবে, তখন আপনি ফ্রিজের বাসি তরকারি খুঁজবেন।
মহা বিরক্ত হবেন, কখন এরা যাবে সেই অপেক্ষা করবেন।
আমাদের টাকা থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে সত্যিই আমরা অনেক গরীব ।
ঈদের আগে কাজের মেয়ের বাসার কেউ না কেউ নিশ্চয় দেখা করতে আসবে, তার জন্য পোলাও কোরমা না হোক অন্তত আপনি যা খাচ্ছেন সেটাই তাদের সাথে শেয়ার করবেন।
লুকিয়ে খেয়াল কইরেন, শাড়ীর আঁচল দিয়ে মহিলাটা তার চোখ মুছবে।
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
মনের দিক থেকে আসল গরীব আসলে আমরাই ।
ভালো লিখেছেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
আমি এদের খুশী দেখেছি । তাই লিখেছি 🙂
মশাই
ঠিকই বলেছেন আসলে, আমরা মনের দিক থেকে অনেক গরীব, টাকা পয়সা মানুষকে কখনই ধনী করতে পারে না।
খুব সুন্দর একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়ালিনা চৌধুরী অভি
গরীবদের সাথে এমন করলে অপার শান্তি পাওয়া যায় ।
কৃন্তনিকা
মানুষ শুধু মনের দিক দিয়ে গরীব না, মানুষ অনেক লোভী ও স্বার্থপর। মানুষ যেমন সৃষ্টির সেরা জীব, ঠিক একই সাথে নিকৃষ্ট প্রাণী।
মুখে আমরা বড় বড় কথা বলি, কিন্তু কাজের সময় কেউই অন্যের ব্যাপারে ভাবি না… 🙁
ওয়ালিনা চৌধুরী অভি
ভালো মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
আগুন রঙের শিমুল
ভাল্লাগছে 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ 🙂
ছাইরাছ হেলাল
আপনার কাছাকাছিও যদি আমরা সবাই না হলেও অনেক জন এমন করে ভাবতে পারলে
আমাদের সমাজটাই পালটে যেত ।
অবশ্যই সাধুবাদ আপনার ভাবনাকে ।
ওয়ালিনা চৌধুরী অভি
সমাজ আর পালটাবে এই স্বপ্ন এখন আর দেখিনা।
সিনথিয়া খোন্দকার
“অথচ যখন মেয়েটির বাবা মা আপনার বাসায় আসবে, তখন আপনি ফ্রিজের বাসি তরকারি খুঁজবেন।”
সবচে ঘৃণা করি এই স্বভাবটি। খাবার নিয়ে ছোটলোকি করা মনেহয় সবচে খারাপ কাজ। কারন খাদ্য পৃথিবীতে সৃষ্টির জন্য স্রষ্টার দেয়া সবচে বড় নেয়ামত।
ওয়ালিনা চৌধুরী অভি
এমন ছোটলোক মানুষের সংখ্যাই বেশী আমাদের সমাজে আপু ।
শুন্য শুন্যালয়
খুব ভালো লেগেছে আপনার কথা গুলো। এভাবেই ভাবা উচিত।
তবে সত্যিটা আসলেই এমন নয়। কেউ কেউ ভাবছে এটাই হয়তো ওদের প্রাপ্তি।
ওয়ালিনা চৌধুরী অভি
সত্যিটা আসলেই এমন নয়। কেউ কেউ ভাবছে এটাই হয়তো ওদের প্রাপ্তি (y) (y)
লীলাবতী
প্রায় সবাই এমন করেন। ভালো লেগেছে আপনার চিন্তা ভাবনা।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে ।
আজিম
ভাল পোষ্ট।
ধন্যবাদ।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনাকেও ধন্যবাদ ।
সঞ্জয় কুমার
ইমোশনে আঘাত পেলাম । চরম সত্য বাস্তব কথা লিখেছেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
এটিই আসলে বাস্তব।
স্বপ্ন নীলা
বাস্তব কথা । আমরা আসলেও মনের দিক থেকে মানুষ হতে পারিনি
বনলতা সেন
আপনি আমাদের ব্যস্ততার অজুহাতে ফাঁকি দিচ্ছেন ।
বনলতা সেন
এই মায়াময় মমতা আমরা হারিয়ে ফেলছি ক্রমাগত ।
আপনার মত যেন আমরা সবাই ভাবতে পারি
রাতুল
হুম, মনের দিক দিয়ে গরীবরাই মূলত সত্যিকার অর্থে গরীব।
খসড়া
ভাল বলেছেন।
যাযাবর
আসল গরীব অর্থ বিত্ত নয়, মনের দিক থেকে গরীব বিত্তবানরা প্রায় সবাই।
প্রজন্ম ৭১
ভালো একটি উদাহারন দিলেন আপনি ।
পুষ্পবতী
বাস্তবতার একটা দিক তুলে ধরেছেন। ভালো পোস্ট।