গরীব

ওয়ালিনা চৌধুরী অভি ১৭ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ১১:৪৫:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

আপনার বাসায় যে মেয়েটি কাজ করে কখনো তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন ?

যদি যান, দেখতে পাবেন তারা আপনাকে দেখে কত খুশি হবে। কোন কিছু চিন্তা না করেই সব চেয়ে ভালো ডিম দেয়া মুরগিটা জবাই করে রান্না বসিয়ে দেবে। ক্ষেতে দৌড়াবে কচুর শাক তুলে আনবে। সন্ধ্যা পর্যন্ত আটকাবে পিঠা বানানোর জোগার করবে।

অথচ যখন মেয়েটির বাবা মা আপনার বাসায় আসবে, তখন আপনি ফ্রিজের বাসি তরকারি খুঁজবেন।
মহা বিরক্ত হবেন, কখন এরা যাবে সেই অপেক্ষা করবেন।

আমাদের টাকা থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে সত্যিই আমরা অনেক গরীব ।
ঈদের আগে কাজের মেয়ের বাসার কেউ না কেউ নিশ্চয় দেখা করতে আসবে, তার জন্য পোলাও কোরমা না হোক অন্তত আপনি যা খাচ্ছেন সেটাই তাদের সাথে শেয়ার করবেন।
লুকিয়ে খেয়াল কইরেন, শাড়ীর আঁচল দিয়ে মহিলাটা তার চোখ মুছবে।

১০২০জন ১০২০জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ