বাতাসের অনামিকা ছুঁয়ে দুলে যায় একলা মনে নিসর্গের ঝুমকা,
কথাকলির কণ্ঠে তখন রাগ ভৈরবী,
গালে হাত দিয়ে বসে শোনে লজ্জাবতী ।
তোমার ঐ লাজুক চোখের পাপড়ির মতো নুইয়ে পড়ে সহসাই,
আর আমি নয়নতারা হয়ে লাজের মাথা খেয়ে তাকিয়ে থাকি অপলক ।
স্রষ্টার অপার্থিব রুপে অর্থহীন হয়ে যায় জাগতিক বাসনা ।
প্রকৃতি তার বুকের খাঁজে লুকিয়ে রাখে পুরো পৃথিবীর বিস্ময়,
সেখানেই প্রথম দেখা তোমার আমার । এরপর আর থেমে থাকেনি,
এভাবেই সময়ের বক্ষবন্ধনীতে বাঁধা পড়ে যায় অবলীলায়
প্রকৃতির যুগল প্রেমের একান্ত কাহিনী ।
৩২টি মন্তব্য
বোকা মানুষ
দারুন!
ওয়ালিনা চৌধুরী অভি
তাই বুঝি!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রখর অনুভূতি।
ওয়ালিনা চৌধুরী অভি
তা হবে হয়ত।
জিসান শা ইকরাম
আর না থামুক,
এভাবেই চলুক সব কিছু,সুন্দর এবং প্রকৃতির মত।
ওয়ালিনা চৌধুরী অভি
সব সময় সব কিছু সুন্দর ভাবে চলুক তা কামনা করি ।কিন্তু তা সব সময় তেমন হয় না।
সোনিয়া হক
এমন প্রথম দেখার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করতে রাজি আমি। (y)
ওয়ালিনা চৌধুরী অভি
জন্মান্তর লাগবে না।আপনি দেখা পেয়ে যাবেন অবশ্যই।
নুসরাত মৌরিন
“তোমার ঐ লাজুক চোখের পাপড়ির মতো নুইয়ে পড়ে সহসাই,
আর আমি নয়নতারা হয়ে লাজের মাথা খেয়ে তাকিয়ে থাকি অপলক” ।
আহ্ এমন যদি সত্যিই দেখা হয়ে যায়,আর কি লাগে জীবনে!! (y)
ওয়ালিনা চৌধুরী অভি
এসে যায় এমন দিন হঠাৎ করেই কারো কারো জীবনে।
আপনার ও আসবে,এখনো না এলে।
মোঃ মজিবর রহমান
প্রথম অনুভুতি ভলার নয়।
জাগ্রত জিবন কাল
ওয়ালিনা চৌধুরী অভি
ভোলা যায় না।
খেয়ালী মেয়ে
প্রকৃতির যুগল প্রেমের একান্ত কাহিনী, চলতে থাকুক (y)
ওয়ালিনা চৌধুরী অভি
সব সময় চালানো কিন্তু কঠিন। চেষ্টা চলবে।
ছাইরাছ হেলাল
নয়ন তারার আপডেট চাই।
লেখা কিন্তু সেরাম হইছে। সুগভীর প্রেম কথন।
চালু থাকুক।
ওয়ালিনা চৌধুরী অভি
সব আপডেট দেয়া যাবে না। আচ্ছা,সেরাম বুঝি?
প্রেমের আর দেখলেন কী?
চালামু।
রিমি রুম্মান
শেষ ৪ টি লাইন ছুঁয়ে গেলো ভেতরটা। সুন্দর !
ওয়ালিনা চৌধুরী অভি
আপনাকে অভিনন্দন।
জিসান শা ইকরাম
এমন সুন্দরের মাঝেই থাকো আম্মা।
ওয়ালিনা চৌধুরী অভি
খুব কঠিন কাজ আব্বা।
শুন্য শুন্যালয়
কাহিনী শুরু করে দিয়ে কোথায় পালালেন? দ্বিতীয় দেখা কিভাবে কোথায় হলো? সবাই শুধু প্রথম দেখা মনে রাখে, দ্বিতীয় দেখা কি দোষ করলো?
সুন্দর আপু।
ওয়ালিনা চৌধুরী অভি
দ্বিতীয় তৃতীয় জানি না। চলবে জানি। না পালাইনি। আমি ঠিক ব্লগার নই।কিন্তু আমাকে যে আসতেই
হয়।শুধু প্রথমই মনে রাখব কেন?সবই মনে আছে। থাকবে ও।
সায়ন্তনু
প্রথমেই এই অবস্থা।পরের ভরসা আল্লাহ্। এক কথায় দারুণ।
ওয়ালিনা চৌধুরী অভি
প্রথমে এমনই হয় অবস্থা সবার। আপনার কি অন্যরকম হয়েছিল নাকি?
অরণ্য
আপনার উপমা, অনুভব বেশ লেগেছে। উপস্থাপনের ভঙ্গি খুব ভাল লাগলো।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য , আমি নিয়মিত ব্লগার নই।
অরণ্য
আমি নিয়মিত ডায়েরী লেখকও নই।
ওয়ালিনা চৌধুরী অভি
হুম।
লীলাবতী
এত সুন্দর লেখেন কিভাবে আপু ?
ওয়ালিনা চৌধুরী অভি
এখানে এর থেকেও অনেক ভাল লেখা আছে।
আপনিও অনেক মজা করে লেখেন।
ইয়াগনিন সুলতানা
অনেক ভালোলাগলো।
বিশেষ করে একটা লাইন পড়ে লজ্জাবতী ও হতে ইচ্ছা করলো 😀
ওয়ালিনা চৌধুরী অভি
হয়ে যান লজ্জা কী? দেরি করা ঠিক না।
আপনি মনে হয় প্রথম আমার লেখা পড়লেন!