প্রথম দেখা

ওয়ালিনা চৌধুরী অভি ১০ নভেম্বর ২০১৪, সোমবার, ০১:৫৬:০১অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

বাতাসের অনামিকা ছুঁয়ে দুলে যায় একলা মনে নিসর্গের ঝুমকা,
কথাকলির কণ্ঠে তখন রাগ ভৈরবী,
গালে হাত দিয়ে বসে শোনে লজ্জাবতী ।
তোমার ঐ লাজুক চোখের পাপড়ির মতো নুইয়ে পড়ে সহসাই,
আর আমি নয়নতারা হয়ে লাজের মাথা খেয়ে তাকিয়ে থাকি অপলক ।
স্রষ্টার অপার্থিব রুপে অর্থহীন হয়ে যায় জাগতিক বাসনা ।
প্রকৃতি তার বুকের খাঁজে লুকিয়ে রাখে পুরো পৃথিবীর বিস্ময়,
সেখানেই প্রথম দেখা তোমার আমার । এরপর আর থেমে থাকেনি,
এভাবেই সময়ের বক্ষবন্ধনীতে বাঁধা পড়ে যায় অবলীলায়
প্রকৃতির যুগল প্রেমের একান্ত কাহিনী ।

৬৭০জন ৬৭০জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ