এলো মেলো জীবন আমার
গভীর রাত জাগা দু’নয়নে ভাসে
ভোরের শিশিঁরে ন্যায় উজ্জ্বল স্বপ্নগুলো
দিনের আলোর রস্মিতে হয় ভস্মিভূত।
জম্মিনি আমি মূখে সোনার চামচ নিয়ে
যেন পিতৃ গৃহে না চাইতেই হবে স্বপ্নপূরণ
মাটির ভক্ষনে আগাছার ন্যায় বেড়ে উঠা
এ জীবন শুণ্যতার মরুভূমি।
এলো মেলো জীবন আমার
পরিবারে সদস্য সংখ্যায় আমিই প্রথম
বাঙ্গালী সমাজ সংসারে খেটে খেটে যার মরন
সবই দিলাম উজার করে তবুও যেন আমিই অপরাধী।
মা বলো ভাই বলো
বন্ধু বলো সহধর্মীনি বলো
কেউ নেই আমার অসহায়ত্ত্বের পাশে
বিধাতাও যেন বিমূখ হন বিপদে নেই কেউ সাথে।
এলো মেলো জীবন আমার
যখন কাটেনি শৈশব-কৈশরের অনুভূতি
তখনও আমি কর্মের দুয়ারে কড়া নাড়ি
শিক্ষার আলোও পড়েনি অতো সহজে।
সংগ্রামী শিক্ষায় অর্জন
কেবল কিছু কাগজের টুকরোর সনদ
যা এ সমাজের কর্মে অভিজ্ঞ শিকলে অকেজু
অর্থ-মামার জোরে কর্মের বাজারে আমি বড় অসহায়।
ছবি:মমি
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতাই আপনাকে আলোর পথে নিয়ে যাবে ।
কেউ পাশে থাকুক বা না থাকুক ।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@ (y)
মিসু
আরো লিখতে হবে আপনাকে ।
মা মাটি দেশ
লিখতে পারি না কবিতা তবুও চেষ্টা করি।ধন্যবাদ -{@ (y)
জিসান শা ইকরাম
বহুমুখী প্রতিভা 🙂
কবিতাও লিখেন দেখছি —
লিখতে থাকুন ।
মা মাটি দেশ
কইরে ভাই বহুমূখী মনে যা আসে তাই স্ট্রিট লিখি কখনও গল্প কখনও কবিতার মতন।ধন্যবাদ ভাইয়া।
লীলাবতী
ভালো লেগেছে ভাইয়া ।
মা মাটি দেশ
:Love-Gift:
শুন্য শুন্যালয়
যিনি এতোটা সংগ্রাম করে এসেছেন, তাকে এতো ভেঙ্গে পরলে যে চলবেনা। সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য। মন খারাপ না করে এটাকেই জীবনের একটি অংশ ভাবুন, কেউ হয়তো আরো অনেক খারাপ আছে।
মা মাটি দেশ
কেউ হয়তো আরো অনেক খারাপ আছে। -{@ (y)
ওয়ালিনা চৌধুরী অভি
(y) (y)
অলিভার
সংগ্রাম। জীবন নামের সংগ্রামের কথা…।
(y)