এই শীত-শীতে, মেঘলা করে-করে বৃষ্টি উঁকি দিচ্ছে, এক্ষুণি নামবে বলে, না নামলেও; প্রচ্ছন্ন ভ্রুকুটিতে মজে আছে; সংক্রামক যখন একান্ত কুঁড়েমিতে, শীতের শ্বাসরোধ করে উষ্ণতায় ফেরাবে না-কী তীব্র শীতের কাঁথা মুড়িয়ে দেবে! শীতের আয়ুষ্কাল আন্দাজের চেষ্টা! ভাবনার দূর প্রতিধ্বনিতে, সোমত্ত বসন্তের প্রতিচ্ছবি। (canadian film board এর) ডকুমেন্টারি দেখতে দেখতে কপালে ভাঁজ ফেলে জন্ম নেবে কোন [ বিস্তারিত ]