বাংলা লোক সাহিত্য , লোক সংস্কৃতি এবং লোক সঙ্গীতের ভুবনে রাধারমণ দত্ত বিশেষ স্থান নিয়ে আছেন। তিনি ছিলেন একাধারে বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈঞ্চব বাউল এবং ধামালি নৃত্য-এর প্রবর্তক । রাধারমণ দত্ত বা রাধারমণ দত্ত পুরকায়স্থ (জন্ম ১৮৩৩ খ্রিস্টাব্দ, ১২৪০ বাংলা, - মৃত্যু ১৯১৫ খ্রিস্টাব্দ, ১৩২২ বাংলা) সংগীতানুরাগীদের কাছে তিনি রাধারমণ, ভাইবে রাধারমণ বলেই সমাধিক [ বিস্তারিত ]