আমরা যারা ক্ষীণ অথর্ব কায় ক্লেশে বেঁচে থাকা প্রান্তিক অকর্মণ্য অর্থহীন নেটজীবি প্রাণী ( নেটেই বাঁচি – নেটেই মড়ি – নেটেই হাসি ও কান্নার ভাব ধরি ) ব্যান্ড উইথ এর দাম কমালেও আখেরে বিশেষ কোন সায়-সুবিধে পাবার কোন লক্ষণ দেখছি বলে মনে হচ্ছে না । যদিও বগল-বাজ বড় কর্তারা হিম ঘরে বসে ভারী গলার রগ ফোলাচ্ছেন প্রতিনিয়ত । কাদের স্বার্থে কাদের জন্য এই দাম কমানো প্রাণপণ চেষ্টা করেও তা বুঝতে এই নগণ্য জীব এখনও অক্ষম । বাংলা লিংক দাম অধরা থেকে যাবে দেখছি । যদিও ঘুম-নির্ঘুমে নাকে তেল দিয়ে হলেও স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখি হুট-হাট গতিময় অন্তর্জালের ।
১২টি মন্তব্য
যাযাবর
আমাদের মত সাধারনের জন্য কিছুই থাকেনা ।
আদিব আদ্নান
আপনি ঠিকই বলেছেন , প্রতারিত হওয়াই নিয়তি ।
জিসান শা ইকরাম
অর্থহীন নেটজীবি প্রাণীদের কথা কে ভাববে ? সাধারনের জন্য ডিজিটাল থাকবে শুধু কথায় , আর সুবিধা নিবে বিশেষ কিছু লোক।
এটাই নিয়ম হয়ে গিয়েছে।
আদিব আদ্নান
ঝুলছে ডিজিটাল মুলা , অসহায় মোদের নাকের ডগায় ।
ইহা চলিতেই থাকিবে ।
"বাইরনিক শুভ্র"
বড় শহরে জদিও বা গতি কিছুটা পাওয়া যায়, কিন্তু মফস্বলে যে অবস্থা তাতে স্বপ্ন দেখতেও বছর খানেক লাগে ।
আদিব আদ্নান
আপনি দারুন সুন্দর করে বলেছেন ‘ স্বপ্ন দেখতেও বছর খানেক লাগে ‘ , সত্যিটা আসলে এমনই ।
বৈষম্য এখানেও ।
ছাইরাছ হেলাল
চারটি মাত্র বাক্যে এত এত কথা ! যা আমাদের একদম মনের কথা । কী করে যে এমন করে গুছিয়ে বললেন
ভেবে পাই না । অবহেলিত আমরা ।
আদিব আদ্নান
মনের সুখে নেটাতেও পারছি না , আরও অনেক অনেক শব্দ বা অনেক বাক্যে লিখতে পারলে
কষ্ট কষ্ট ভাবটি কমে যেত কিন্তু ভাষাহীন ভাষায় কার কী ই বা লেখা সম্ভব ?
বনলতা সেন
ক্ষীণ অথর্ব কায়
ক্লেশে বেঁচে থাকা প্রান্তিক অকর্মণ্য অর্থহীন
নেটজীবি প্রাণী ,
এত উপমা ? ছোট লেখায় ভাবের প্রকাশ ।
আমরা বঞ্চিত হতেই থাকবো ।
আদিব আদ্নান
আসলে উপমা দিয়ে নিবির বঞ্চিত যন্ত্রণার সামান্য অংশটুকু প্রকাশের বিফল চেষ্টা করছি মাত্র ।
শিশির কনা
আমরা সব সময় উপেক্ষিত 🙁
আদিব আদ্নান
তা ই মনে হচ্ছে সব সময় ।