স্বপ্ন…!!!!!!!!!!!!!!

আদিব আদ্‌নান ২ মে ২০১৩, বৃহস্পতিবার, ০৭:১৬:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

আমরা যারা ক্ষীণ অথর্ব কায় ক্লেশে  বেঁচে থাকা প্রান্তিক অকর্মণ্য অর্থহীন নেটজীবি প্রাণী ( নেটেই বাঁচি – নেটেই মড়ি – নেটেই হাসি ও কান্নার ভাব ধরি ) ব্যান্ড উইথ এর দাম কমালেও আখেরে বিশেষ কোন সায়-সুবিধে পাবার কোন লক্ষণ দেখছি বলে মনে হচ্ছে না । যদিও বগল-বাজ বড় কর্তারা হিম ঘরে বসে ভারী গলার রগ ফোলাচ্ছেন প্রতিনিয়ত । কাদের স্বার্থে কাদের জন্য এই দাম কমানো প্রাণপণ চেষ্টা করেও তা বুঝতে এই নগণ্য জীব এখনও অক্ষম । বাংলা লিংক দাম অধরা থেকে যাবে দেখছি । যদিও ঘুম-নির্ঘুমে নাকে তেল দিয়ে হলেও স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখি হুট-হাট গতিময় অন্তর্জালের ।

৭৭২জন ৭৭১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ