আকাশে চাঁদ পুর্নরুপে হাসে
কখনও প্রেমিকার মত
কখনও আধভাজা রুটির মত
কেউ লাস্যময়ি তরুণীর কথা
ভেবে চোখরে পাতা ফ্রিজ করে
কেউ হয় সুকান্তের অনুসারি
বৃষ্টিও আগের মতই ঝরে
কখনও চোখের জলের মত
কখনও শহুরে বৃষ্টি
শাওয়ারের মত ।
কোন ব্যার্থ কবি লেখে
বর্ষার কবিতা
কেউ চোখের জলের মত
মোছার চেষ্টা করে অঝরে
ঝরা বৃষ্টিকে ।
সকালে এখনও আমি ঘুম থেকে উঠি কখনও বাপের ঝাড়ি খেয়ে কখনও টিউশনি তে যাওয়ার তাড়া নিয়ে ,কিন্তু মনে হয় না কেউ একজন অপেক্ষায় আছে আমার ফোনের । রাতে এখনও আমার ঘুমাতে দেরি হয় । কেউ বলে না ঘুমাতে জাও,শুয়ে পড় শরীর খারাপ করবে।
(কারো ফোনের অপেক্ষায় এখন আর আমার দিন রাত কাটে না )
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
শিরোনামটি ঠিক আছে ।
বলবে বলবে , একটু অপেক্ষা শুধু।
ভালো হয়েছে লেখা ।
"বাইরনিক শুভ্র"
আর কবে বলবে??
ধন্যবাদ ।
আদিব আদ্নান
আহারে… দিল্লি কা লাড্ডু………!!!!!!!!!!
"বাইরনিক শুভ্র"
আপনারও অভিজ্ঞতা আছে মনে হয়!!!!
শিশির কনা
শিরোনাম তো দিয়েই ফেলেছেন। ভালো লেগেছে ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ
যাযাবর
ভাবের সুন্দর প্রকাশ
ছাইরাছ হেলাল
কারও জন্য অপেক্ষা করার দরকারটা কী ?
প্রজন্ম ৭১
ভালো লিখেছেন ।