এলানো সময়গুলো শামুকে
খোলকে জমাট বাঁধে সিলিকা,
মুচকি হাসির কুচকি নামে
লাল ঘুনসির কোমরে ব্যথা,
আঁকা-বাঁকা পথে তিমিরের পা
চলে না,কাঁদা মাখা দেহে
সন্ধেতে উদয়,ভোরে অস্ত!

কাল-পুরুষ কবে যেন,
কাপড় পরেছিল,হ্যাংলা
লাঙল ধরে হ্যাচকা মারে,
হাঁট গরু হাঁট হাঁট,
এই বাঁ-এ নয় ডা-এ…

মেট্রো-সোসাইটি
জোলের নির্ভেদ্য,তবু ও
পাছা খুলে মশার কানে
এক চড়, এই ডা-এ…!
মেট্রোয় বসে জোৎস্না
এখন টিজিং মারে
নগ্ন উরুর আস্ফালন ঝঙ্কার,
ইডিয়েট স্মার্ট হ!ধ্বজ!

কামরস,ভোগরস টেস্টবাডসের
পাঁজর খেয়ে,আইসক্রিমে
উন্মাদ জীভের লেহন,
স্ক্রীনে চামড়ার শেয়ার
কান ধরে ওঠে আর নামে
দিন-রাত,নজর বেশ সজাগ!

হাই-সোসাইটির কার্পোলজি বলদের
গলায় ঘন্টা বাজায় রাস্তায়!
কলিং বেলে কে?পাশ্চাত্য
নাকি কোন উত্থিত বক্ষ মায়া!
ভোরের ঊষা ন্যারো গায়ে
দিন পার হয় ভ্যানিটি ব্যাগে!

কাংলা বাঁ-এ নয় ডা-এ,
হাঁট হাঁট জোরে হাঁট!
জংলা পৃথিবীর রাইট-ব্রেন
রোদে সিডাকশনের পথে হাঁটে!

@ বাড়ি
তারিখ-১৫/০৫/১৩
সময়-৮ঃ০৬ সকাল

৬৬৬জন ৬৬৬জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ