রাত ভোর বৃষ্টি শেষে, ঘাট দূর্গম হয়ে দাঁড়ায়,পিচ্ছিল তালগাছের বডি গুলো শুয়ে খোঁটার উপরে এলিয়ে বিকলাঙ্গ পা! যা মাটি বন্ধক ছিল,ধসে বসে পানা পুকুর,কলমি,বুনো, কত অজানা নামহীন গোত্রহীন ফুল! ওখানে ছায়া ছায়ায় কদমের হাত, দীর্ঘশ্বাস, শিহরন, তবুও বর্ষার মায়া ঘন টান, স্বপ্নলতা লাঠি ধরে ওঠে থালা হাতে,যদি পড়ে একটুকরো… শ্যাওলা পুকুরের মাথায় এখনও মেঘের আনাগোনা, [
বিস্তারিত ]