ব্রেকিং নিউজ

সামগ্রিক কূটচালে
ইদানিং ঈশ্বরে ভয়ানক ঈশ্বর-ভীতি দেখা গেছে,
বিশ্বস্ত সূত্রে জানা যায় –
আজকাল অস্তিত্বের সংকটেও বেশ ভুগছেন তিনি।
ব্লাড প্রেশার বেড়েছে,
চিন্তায় চিন্তায় ইনসমনিয়ায়
আক্রান্ত ঈশ্বর, ঘুমের অভাবে
কিছুটা ফ্যাসীবাদীও হয়ে পড়েছেন
বলে জানা যায় গোপন সুত্রে।
এদিকে ঈশ্বরী, অন্দরমহল ছেড়ে যাকে
এখন পর্যন্ত বহির্বিশ্বে দেখা যায়নি –
তিনিও সাংবাদিকদের কাছে জানিয়েছেন
তার উদ্বেগের কথা।

বন্ধুগণ ! আসুন…
আমরা কিছুক্ষনের জন্য
ঈশ্বরকে কারাগারে বন্দী করে
নিজেদের নিয়ে খেলাধুলা করি ।।

.
.
.

…………………

– সৌভিক দা’
০৫ ফাল্গুন ১৪১৯

——————————-
-{@ কৃতজ্ঞতা:
১. সৌভিক
২. কবিতা আশ্রম
——————————-

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ