তারপর

অন্তরা মিতু ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৮:০২:৩৯অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

সারাটি জীবন তার আমার জীবনে
যে এক নতুন খেলা খেলে আনমনে
সারাটি জীবন তার
সারাটি ভুবন তার
সারাটি সময় তার আমার ভুবনে
মিলেমিশে একাকার বরষা-প্লাবনে…

প্রথম বরষা খরা-মাটির উপরে
শুষ্ক-সকাল শেষে কঠিন দুপুরে
এমন উষ্ণ ক্ষণ
তৃষ্ণায় উচাটন
হঠাত মেঘের মায়া এমন আদরে
জল-মাটি একাকার বাসর সাদরে…

রাত ৮ টা
২৫ ফেব্রুয়ারী ২০১৬
উত্সর্গ : আমার বর্তমান অতি রূপবান প্রেমিক :p
(যে আমারে এক বিন্দিও পাত্তা দেয় না, আগের প্রেমিকদের মতোই ;( )



জবা-ফুলের-চা

৬৭২জন ৬৭২জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ