ভাবছি একটা কবিতা লিখব…
শুরুটা হবে দুর্দান্ত আর শেষটা,
শেষটা হবে ভয়াবহ…
ঠিক বাস্তবতার মত…
যেখানে আবেগ থাকবে কিন্তু
আবেগের মূল্যায়ন থাকবেনা…
ভালবাসা থাকবে কিন্তু
পূর্ণতা থাকবে না আর
মানুষ থাকবে কিন্তু
মানবতা থাকবে না…
একটা কবিতা লিখব ভাবছি…
অবাস্তব একটা কবিতা কিন্তু
ঠিক বাস্তবতার মত…
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
লিখে ফেলুন এমন একটি কবিতা
অবশ্য এটিও তো কবিতা হয়ে গেলো 🙂
সুখী মানুষ
তাই তো মনে হচ্ছে … 🙂
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
ভাল লাগল। চালিয়ে যান।
সুখী মানুষ
ধন্যবাদ 🙂
মিসু
লিখতে থাকুন , লিখুন (y)
সুখী মানুষ
হম আশা করি সাথেই পাবেন :=
আদিব আদ্নান
কবিতায় কবিতা লেখার ভাবনা দেখে ভাল লেগেছে ।
চালু রাখুন ।
কিন্তু আপনি আপনার আগের লেখায় আমাদের কোন মন্তব্যের উত্তর দেননি কিন্তু ।
সুখী মানুষ
ধন্যবাদ ।। 🙂
ভাই মোবাইল থেকে অনলাইন থাকি বেশি তাই জবাব দিতে দেরি হয়…
দেরিতে হলেও দিয়েছি 😀
ছাইরাছ হেলাল
বাস্তব বাস্তবতা হল আপনি সত্যিই দুর্দান্ত লিখছেন ।
সুখী মানুষ
ধন্যবাদ :v
শিশির কনা
এটি কি অকবিতা ? 🙂
সুখী মানুষ
না এটা নকবিতা :p
মর্তুজা হাসান সৈকত
থিমটা সুন্দর তবে আরও খানিকটা সময় দিন কবিতাকে…
সুখী মানুষ
মাথায় থাকবে বিষয়টি …
ধন্যবাদ 🙂
প্রজন্ম ৭১
(y) (y)
সুখী মানুষ
🙂 😀
হতভাগ্য কবি
অদ্ভুত লিখসেন । মধু মধু
কৃন্তনিকা
“এমন একটা মন্তব্য করতে চাই
যা আপনাকে ভাবাবে…
কিন্তু নিজেই ভাবতে পারছি না” 😛
আমার মন্তব্য কেমন লাগলো? 😛
ভিন্ন ধরনের কবিতার জন্য ভিন্ন ধরনের মন্তব্য 🙂