আমি বাকরুদ্ধ ।

বায়রনিক শুভ্র ৫ জুলাই ২০১৩, শুক্রবার, ০৮:২৫:২৪অপরাহ্ন বিবিধ ৩২ মন্তব্য

 

সাগ্নিকঃ এটা কি ??

আমিঃ এইডা একটা ছাগল ।

সাগ্নিকঃ ছাগল ওখানে কি করে???

আমিঃ ঘাস খায়।

সাগ্নিকঃ আচ্ছা ঘাস খেলে কি পেট ভরে ????

আমিঃ হুম ভরে। ওই দ্যাখ সবাই ফুটবল খেলতেছে ।(প্রসঙ্গ বদলানোর চেষ্টা)

সাগ্নিকঃ তাহলে আমিও ঘাস খাব ।

আমিঃ একদম চুপ !! তুই কি ছাগল নাকি ??

কিছুক্ষণ নিরাবতা ।

সাগ্নিকঃ আচ্ছা ছাগল এত ছোট কেন?????

আমি বাকরুদ্ধ ।

সাগ্নিকঃ আচ্ছা ছাগল কালো কেন ????

আমি বাকরুদ্ধ ।

( আজ বিকালের ঘটনা। আমি আমার সাড়ে তিন বছরের কাজিনরে নিয়া মাঠে গেছিলাম।)

 

আমার আরেক কাজিন । নাম দীপা । সে ছোট বেলায় র কে ল উচ্চারণ করত । তার কিছু ঘটনা ।

আমিঃ দীপা দরজা খোল ।

দিপাঃ তালা মালা ।

আমিঃ কি??

দিপাঃ তালা মালা । চাবি মাল কাছে ।

আমিঃ যা চাবি নিয়ে আয় ।  (আমি হাসতে হাসতে খুন ।)

দিপাঃ মাল অনেক কাজ। লুটি বানাচ্ছে ।

আমিঃ তাতে কি ?? যা চাবি নিয়ে আয় ।

দিপাঃ জানো জানো ছোলদা(ছোটদা) গলুল লক্ত লালা ।

আমিঃ আবারো হাসতে হাসতে খুন ।

যখন সে ক্লাশ টুতে পড়ে তখন দুর্গা পূজার আগের একটি ঘটনা ।

আমিঃ দীপা এইবার কয়টা জামা কিনছিস ??

দিপাঃ মোটে ৭ টা !!! (তাও মুখ কালো করে)

আমিঃ আবারো বাকরুদ্ধ ।

আরেকদিনের ঘটনা , আমি বই পড়ছি আর দিপা এসে কথার দোকান খুলে বসেছে । আমি একটু রাগ করেই বললাম, “দেখিস না আমি বই পড়তেছি, যা ওই রুমে যা” । দিপা মোটেই ভয় না পেয়ে বলল, “আচ্ছা তুমি কি কলেজে পড় না স্কুলে পড় ??” আমি বললাম, “কলেজে পড়ি” । দিপার ত্বরিত জবাব, “যারা কলেজে পড়ে তারা কি বই পড়ে নাকি?? তারা তো পড়ায়” । আমি আবারো হাসতে হাসতে খুন হয়ে গেলাম । দিপার বাবা-মা দুইজনেই কলেজের শিক্ষক । আর ওনারা বাসায় অনেক ছাত্রছাত্রিদের পড়ায় । সেখান থেকে দিপার ধারনা হয়েছে যারা কলেজে যায় তারা পড়ে না পড়ায় ।

( ব্লগ পরিচালকদের দৃষ্টি আকরষন করছি খুব তাড়াতাড়ি “ফাও প্যাচাল” নামে একটা বিভাগ খোলা হোক , যে বিভাগে সবাই আমার মত ফাও প্যাচাল পাড়বে) 

১জন ১জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ