সাগ্নিকঃ এটা কি ??
আমিঃ এইডা একটা ছাগল ।
সাগ্নিকঃ ছাগল ওখানে কি করে???
আমিঃ ঘাস খায়।
সাগ্নিকঃ আচ্ছা ঘাস খেলে কি পেট ভরে ????
আমিঃ হুম ভরে। ওই দ্যাখ সবাই ফুটবল খেলতেছে ।(প্রসঙ্গ বদলানোর চেষ্টা)
সাগ্নিকঃ তাহলে আমিও ঘাস খাব ।
আমিঃ একদম চুপ !! তুই কি ছাগল নাকি ??
কিছুক্ষণ নিরাবতা ।
সাগ্নিকঃ আচ্ছা ছাগল এত ছোট কেন?????
আমি বাকরুদ্ধ ।
সাগ্নিকঃ আচ্ছা ছাগল কালো কেন ????
আমি বাকরুদ্ধ ।
( আজ বিকালের ঘটনা। আমি আমার সাড়ে তিন বছরের কাজিনরে নিয়া মাঠে গেছিলাম।)
আমার আরেক কাজিন । নাম দীপা । সে ছোট বেলায় র কে ল উচ্চারণ করত । তার কিছু ঘটনা ।
আমিঃ দীপা দরজা খোল ।
দিপাঃ তালা মালা ।
আমিঃ কি??
দিপাঃ তালা মালা । চাবি মাল কাছে ।
আমিঃ যা চাবি নিয়ে আয় । (আমি হাসতে হাসতে খুন ।)
দিপাঃ মাল অনেক কাজ। লুটি বানাচ্ছে ।
আমিঃ তাতে কি ?? যা চাবি নিয়ে আয় ।
দিপাঃ জানো জানো ছোলদা(ছোটদা) গলুল লক্ত লালা ।
আমিঃ আবারো হাসতে হাসতে খুন ।
যখন সে ক্লাশ টুতে পড়ে তখন দুর্গা পূজার আগের একটি ঘটনা ।
আমিঃ দীপা এইবার কয়টা জামা কিনছিস ??
দিপাঃ মোটে ৭ টা !!! (তাও মুখ কালো করে)
আমিঃ আবারো বাকরুদ্ধ ।
আরেকদিনের ঘটনা , আমি বই পড়ছি আর দিপা এসে কথার দোকান খুলে বসেছে । আমি একটু রাগ করেই বললাম, “দেখিস না আমি বই পড়তেছি, যা ওই রুমে যা” । দিপা মোটেই ভয় না পেয়ে বলল, “আচ্ছা তুমি কি কলেজে পড় না স্কুলে পড় ??” আমি বললাম, “কলেজে পড়ি” । দিপার ত্বরিত জবাব, “যারা কলেজে পড়ে তারা কি বই পড়ে নাকি?? তারা তো পড়ায়” । আমি আবারো হাসতে হাসতে খুন হয়ে গেলাম । দিপার বাবা-মা দুইজনেই কলেজের শিক্ষক । আর ওনারা বাসায় অনেক ছাত্রছাত্রিদের পড়ায় । সেখান থেকে দিপার ধারনা হয়েছে যারা কলেজে যায় তারা পড়ে না পড়ায় ।
( ব্লগ পরিচালকদের দৃষ্টি আকরষন করছি খুব তাড়াতাড়ি “ফাও প্যাচাল” নামে একটা বিভাগ খোলা হোক , যে বিভাগে সবাই আমার মত ফাও প্যাচাল পাড়বে)
৩২টি মন্তব্য
শিশির কনা
শুভ্র ভাই আপনার লেখা পড়ে হাসতে হাসতে শেষ হলাম । \|/
"বাইরনিক শুভ্র"
আমার তিন টা কাজিন এখনও ছোট, আমাকে প্রায় প্রতিদিনই এমন পরিস্থিতির স্বীকার হতে হয় । 🙂
মর্তুজা হাসান সৈকত
নির্মল বিনোদনে বিনোদিত হলাম । ভালো থাকুন । ওহ আরেকটা কথা আমিও কিন্তু হাসতে হাসতে খুন 😀 😀 😀 ।
"বাইরনিক শুভ্র"
একেবারে খুন হয়ে যাইয়েন না । 🙂
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , দারুন মজা পেলাম 🙂
“ফাও প্যাচাল” বিভাগের পরিবর্তে ‘ ফান ‘ নামে একটি বিভাগ হলে কেমন হয় ?
"বাইরনিক শুভ্র"
ফান নামে দিলেও চলবে ।
জিসান শা ইকরাম
ঠিক আছে ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ । 😀
অন্তরা মিতু
লগ পরিচালকদের দৃষ্টি আকরষন করছি খুব তাড়াতাড়ি “ফাও প্যাচাল” নামে একটা বিভাগ খোলা হোক , যে বিভাগে সবাই আমার মত ফাও প্যাচাল পাড়বে…..
সহমত………..
অন্তরা মিতু
“ফাও প্যাচাল” এর মতো আপন শব্দই ভালো….. শুধু শুধু অন্য ভাষা থেকে ধার করা শব্দ দিয়ে বিভাগ খোলার দরকার কি? আমার ফাও প্যাচালই পছন্দ …… পিলিইইইইজ………..
"বাইরনিক শুভ্র"
ঠিক বলেছেন ।
সুখী মানুষ
পড়ে হাসতে হাসতে আমি বাকরুদ্ধ 😀
"বাইরনিক শুভ্র"
🙂 🙂 🙂 🙂 🙂 । ধন্যবাদ ।
সামছা আকিদা জাহান
বাহ। আসলেই ফাউ প্যাচালের অপশন থাকা দরকার।
"বাইরনিক শুভ্র"
শুধু বললে হবে, আসেন এই দাবিতে একটা হরতাল দিয়ে দেই । 😀
আদিব আদ্নান
শিশুদের নিয়ে এমন মজার ঘটনা পড়ে সকালটাই আনন্দে ভরে উঠল ।
ভাল হয় আরও লিখলে ।
"বাইরনিক শুভ্র"
আমার কাজিনদের নিয়ে এত এত ঘটনা আছে যে লিখলে একটা মহাভারত হয়ে যাবে । 🙂
সৈকত হাসান
ভাল লাগল।আমি নিজেও এক সময় র উচ্চারণ করতে পারতাম না।
"বাইরনিক শুভ্র"
হা হা হা হা হা । 😀
ছাইরাছ হেলাল
এমন লেখা প্রতিনিয়ত চাই ।
শিশুদের প্রতি আকণ্ঠ মমতা আমার ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ । শিশুদের প্রতি আকণ্ঠ মমতা সবার কাছেই কাম্য । 🙂
মিসু
(y) \|/
"বাইরনিক শুভ্র"
🙂 🙂
যাযাবর
হা হা হা হা হা , হাসতে হাসতে আমিও শেষ 🙂
"বাইরনিক শুভ্র"
পড়ার জন্য ধন্যবাদ ।
বনলতা সেন
আমি হাসতে হাসতে শেষ ।
"বাইরনিক শুভ্র"
আর যাই হোক শেষ হয়ে যাইয়েন না । 😀
ব্লগার সজীব
এমনি কিছু হাসির কথা লিখুন । আজকাল হাসতে ভুলে গিয়েছি 🙁
"বাইরনিক শুভ্র"
সবাইকেই লিখতে হবে ।
অন্তরা মিতু
ফাও প্যাচাল গ্রুপ খোলা হলে, এই পরীদের অন্যান্য কর্মকান্ডের খবরও নিয়মিত জানতে চাই 😉
"বাইরনিক শুভ্র"
অবশ্যই জানবেন ।
খসড়া
ভিষন মজা পেলাম।