নীলার সন্তানের নাম রাখা হয় আকাশ, বাচ্চাটা একেবারেই নীলার চেহেরার অবয়ব। নীপা এখন হোষ্টেলে থাকে মাঝেমধ্যে ছুটিতে নীলার বাড়িতে বেড়াতে আসে। নিজেদের বাড়ি গেলেও মায়ের কবর জিয়ারত করে চলে আসে, শুনেছে বাবার ঘরে নতুন একটা বাবু এসেছে, যদিও তাদের ভাই হয় তবুও কখনও দেখতে যাওয়ার ইচ্ছে হয়নি। আদিল নামের এক সহপাঠীকে ভালো লেগে যায় নীপার,তবুও [ বিস্তারিত ]