“তুমি Vs আমি”

বায়রনিক শুভ্র ২৮ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১২:৫৩:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

আমিঃ টি টি টি টি টি ট্যাঁ ট্যাঁ ট্যাঁ ট্যাঁ ট্যাঁ ট্যাঁ 🙂 🙂

তুমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির 🙂 🙂

আমিঃ গর গর গর গর গর গর গর :@

তুমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির -{@

আমিঃ হালুম হালুম হালুম হালুম ^:^ ^:^

তুমিঃ গর গর গর গর গর গর গর :@ :@ :@ ^:^ ^:^

আমিঃ চি চি চি চি চি চি চি চি 🙂 🙂

তুমিঃ আচ্ছা সব কথা বাদ, যাও আমি সব ভুলে গেলাম । এখন বলত আমার কোন জিনিস টা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে???? 🙂 🙂

আমিঃ বগল ।

তুমিঃ মানে ????

আমিঃ তোমার বগল আমার সবচেয়ে বেশি ভালো লাগে । 😀

তুমিঃ অদ্ভুত !!! মানুষ আরেকটা মানুষের কথা পছন্দ করে হাসি পছন্দ করে , গানের গলা পছন্দ করে । আর তুমি এসব কি বল ???? :@

আমিঃ কি করমু , যা ভালো লাগে তাই বললাম ।

তুমিঃ চোখ না কান না চুল না, তাই বলে ওইটা ????

আমিঃ ওইটা কও ক্যান । বল বগল ।

তুমিঃ এটা কি তুমি জানো যে তুমি দিন দিন একটা অশ্লীল মানুষে পরিনত হচ্ছ ????

আমিঃ এখানে অশ্লীলতা আসল কোঁথা থেকে ????

তুমিঃ আসে নাই ??? কেউ তার প্রেমিকার ওইটা পছন্দ করে পারে ???? :@

আমিঃ করলে ক্ষতি কি ???? 😀

তুমিঃ ক্ষতি আছে । তুমি কেন ওইটার কথা বলছ ????

আমিঃ বার বার “ওইটা” “ওইটা” করতেছ ক্যান ???? বগল কইলেই তো পারো ।

তুমিঃ না পারি না । আমি তোমার মত অশ্লীল না । যে যখন তখন যা তা বলে ফেলব ।

আমিঃ আহা তুমি সব কিছু নিয়ে প্যাচ লাগাও ক্যান ???? তোমার দাদুর কি জিলাপীর ব্যাবসা ছিল নাকি ???? 😀

তুমিঃ প্যাচ আমি দেই না, তুমি দাও । আর আমার দাদু কি করত তা তুমি জানো না ???? ^:^ ^:^ :@

আমিঃ হ জানি তো । ওই বুইরা শালা মাস্টারি করত আর মাইয়াগে দিক ট্যারায় ট্যারায় চাইয়া থাকত ।  😀

তুমিঃ ভালো হবে না কিন্তু!!! মেয়েদের দিকে তাকাত তোমাকে কে বলেছে ???? আর তোমার পরিবারের প্রায় সবাই কিন্তু শিক্ষক, এটা মনে আছে তো । :@ :@

আমিঃ আমার পরিবারের সবাই শিক্ষক হইলেও কেউ ওই বুইরা শালার মত নুচ্চা না। 😀

তুমিঃ আবার গালি দিচ্ছ কেন ??? এইসব বস্তির ভাষা শেখো কি ভাবে ???? :@

আমিঃ আমি কোন গালি দেই নাই । 😀

তুমিঃ গালি দাও নাই !!!! কি মিথ্যুক । শালা বলছ এটা গালি না ????

আমিঃ শালা আবার গালি হয় ক্যামতে ??? এইডা তো আদরের ডাক । তোমার ছোট ভাইরে তো আমি শালা কইয়াই ডাকুম । 😀

তুমিঃ অবশ্যই এটা গালি । আর আমার দাদু কিভাবে তোমার শালা হল ???? :@

আমিঃ ক্যান তুমি যদি আমার বউ হও তাইলে সে আমার শালা হইল না ???? 😀

তুমিঃ তোমার মত একটা বখাটে ফাজিল কে বিয়ে করতে আমার বয়েই গেছে ।

আমিঃ আচ্ছা দেখুম নে কোন রাজপুত্তুর আসে । আমি ছাড়া উপায় নাই ।

তুমিঃ জানো আমি ইচ্ছা করলে কয়টা প্রেম করতে পারি ????

আমিঃ কর না একটু দেখি । খালি ঝাড়ি দেও ক্যান ????

তুমিঃ আমি কি তোমার মত শয়তান নাকি যে ৪/৫ টা প্রেম করব । আর আমি ভালো করেই জানি আমি আরেকটা প্রেম করলে তোমার লাভই হয় । তুমি আরও কয়েকটা মেয়ের সর্বনাশ করতে পারো । সে সুযোগ তুমি পাচ্ছ না ।

আমিঃ ইচ্ছা করলে আমি তা এখনও করতে পারি ।

তুমিঃ সাহস তো কম না, মেরে ঠ্যাং ভেঙ্গে দেব । করেই দেখো না । :@ :@

আমিঃ তুমি আমারে বিয়া করবা না । আর সেইজন্যে আমি দেবদাস সেজে বসে থাকব তাই যদি ভাবো তাইলে ভুল করছ । 😀

তুমিঃ ও আমি একবার বললাম আর সাথে সাথে ওনার স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে ।  কি ভাবছ তুমি । আমি ছাড়ছি না তোমাকে । ঘাড়ে যখন একবার উঠিয়েছ তখন আর নামছি না । চেষ্টা করেই দেখ না ।

আমিঃ তুমি কি সিন্দাবাদের ভুত নাকি ??? যে ঘাড় থেকে নামবা না ???? 😀

তুমিঃ দরকার হলে ভুত কেন আরও খারাপ কিছুও হতে রাজি আছি ।

আমিঃ ক্যান ??? 🙂

তুমিঃ জানো না । 🙂

আমিঃ না জানি না । -{@

তুমিঃ আমিও জানিনা । (3

আমিঃ ভালোবাসো আমায় ???? (3

তুমিঃ বলব না । -{@

আমিঃ ক্যান ???? বল না প্লিজ । (3

তুমিঃ আগে অনেকবার বলেছি । (3

আমিঃ শুনতে ভালো লাগে । (3

তুমিঃ ভালোবাসি ভালোবাসি  ভালোবাসি ভালোবাসি  ভালোবাসি ভালোবাসি  ভালোবাসি ভালোবাসি  ভালোবাসি ভালোবাসি । হইছে ????? (3 (3 (3 (3 (3

আমিঃ হাজার বারও যদি বল তাতেও মন ভরবে না । (3 (3 (3 (3

তুমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

আমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

তুমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

আমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

তুমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

আমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

তুমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

আমিঃ কিচির মিচির কিচির মিচির কিচির মিচির

(এভাই চলছে, ভালই চলছে এবং ভালোই আছি । প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় পৃথিবীটা কত সুন্দর । জানি একদিন দুজনকেই মরতে হবে । তবে আমাদের মৃত্যুটা একসাথে হলেই হয়।)

 

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ