আজন্ম লালিত হে স্বপ্ন বাংলার, হে ভালোবাসা, সাধের স্বাধীনতা আমার তোমাকে যারা ক্রুরতা ও অন্ধকারের তীব্র রাইফেলে ক্ষত-বিক্ষত করে মানচিত্রে তোমার ছুটিয়েছে রক্তফোয়ারা, রোপণ করেছে হিংসার নির্দয় বধ্যভূমি যন্ত্রণার তীব্র কার্তুজে ডানে-বামে-উত্তরে-দক্ষিণে, রোপণ করেছে পঞ্চান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম ব্যেপে- অশনাক্ত সেইসব লাশের ছিন্নভিন্ন দেহ, হাত বাঁধা, চোখ বাঁধা চিত্রনাট্য কিংবা নেড়ি কুত্তার পৈশাচিকতায় [
বিস্তারিত ]