ধিক্কার তোদের অভিশাপ তোদের কুলাঙ্গারের দল- এই বাংলার জল হাওয়ার সাথে কিসের এত ছল? বোনের সম্ভ্রম,ভাইয়ের রক্ত মায়ের চোখের জল- শকুনীর চোখে দেখিস তোরা কোনসে সুখে বল? বাহান্নতে রক্ত দিলাম মাতৃভাষার তরে, একাত্তুরে বেঈমান তুই মারলি ভাইকে ধরে? ভেবে দেখেছিস তুই নরকীট- যুগ যুগান্ততরের ঝুট? নইলে কি আর বোনের সম্ভ্রম, মায়ের ইজ্জত করতি কিরে লুট? [ বিস্তারিত ]