ছেলের গালে চড়টা মেরেছিল একটু কষেই ছেলের ফর্সা গালে অঙুলীর স্পর্ট স্পষ্টতর, চোখেরঁ জল গাল বেয়ে পড়ে জমিনে তাই দেখে মা ভাবে সে কতো যে কমিনে। মায়ের অসহনীয় যন্ত্রনার মাঝে যার জম্ম তার জন্যে আবার মায়ের মন কাদেঁ, শিশু কালে মা মাটিতে রাখেনি পিপিলিকায় কামড়াবে একা রেখে যায়নি কোথাও বাঘে খাবে। কৈশরে খেলার ছলে ঘর [ বিস্তারিত ]