শুধু জেনে রেখো তুমি স্তম্ব হয়ে না দাঁড়ালে আমার সামনে পেছনে পাশে , ডানে অথবা বায়ে আমি এলোমেলো হয়ে যাই প্রগাড় যুক্তির সামনে প্রগাড় বাস্তবতার সামনে । শুধু জেনে রেখো তুমি ছায়া হয়ে না দাঁড়ালে আমি পুড়ে যাই গ্রীষ্মে , হেমন্তে , বসন্তে , শীতে আমি ক্ষয়ে ক্ষয়ে যাই অনুভবের দহনে ফাল্গুনী আহবানে । শুধু [ বিস্তারিত ]