ভুলে যাওয়ার মত করেই
মনে রাখি,
হারিয়ে যাই তবু
বারবার ফিরে আসি।
আজন্ম কষ্টের সাধ নিয়েছে
যে জীবন,
তারে লয়ে বেঁধেছি ঘর
দেখেছি স্বপন।
এমন তো চাইনি আমি
বিদ্রোহী সুখ,
অবাধ্য হৃদয় বারে বারে খোজে
সেই প্রিয় মুখ।
(১৩/০৫/২০১৩ – রাত ২ টা ১১ মিনিট
পায়রার খোঁপ, জিগাতলা, ঢাকা – ১২০৯)
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কিছু অপ্রাপ্তি অত্যন্ত সুখের 🙂
মানিক পাগলা
হয়তো …
শুন্য শুন্যালয়
কেউ বুঝি চায় এমন বিদ্রোহী সুখ..?
ভুলে যেতেই দিন না..
মানিক পাগলা
না এমন বিদ্রোহী সুখ কেউ চায় না।
যদি কম্পিউটারের ডিলিট বাটনের মত মানুষের মস্তিস্কে একটি ডিলিট বাটন থাকত তাহলে সুবিধা হত।
প্রহেলিকা
কবিকে খুব উদাসীন মনে হচ্ছে।
মানিক পাগলা
ধন্যবাদ প্রহেলিকা কবির মনের ভাব বোঝার জন্য।
কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি খুব হাসি খুশি প্রকৃতির মানুষ। প্রয়োজনের তুলনায় একটু বেশি হাসি। 🙂 🙂
হয়তো উদাসীনতাকে লুকনোর প্রচেষ্টা। আবার হয়তো না।
লীলাবতী
থাকুক অপ্রাপ্তি । না থাকলে কবিতা বের হবে কিভাবে ?
মানিক পাগলা
শুধু অপ্রাপ্তি থেকেই কবিতা বের হয় এই কথাটা মনে হয় ঠিক না, প্রাপ্তি থেকেও কবিতা বের হতে পারে।
লীলাবতী
খসড়া
ভুলতে চাইলে জীবনেও ভুলবেন না। তার চেয়ে নিজেকে ব্যাস্ত রাখুন কাজে।
মানিক পাগলা
হুম ঠিক বলেছেন
ধন্যবাদ খসড়া