অপ্রাপ্তি

মানিক পাগলা ১৭ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ১১:৪৬:৩৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

ভুলে যাওয়ার মত করেই
মনে রাখি,
হারিয়ে যাই তবু
বারবার ফিরে আসি।

আজন্ম কষ্টের সাধ নিয়েছে
যে জীবন,
তারে লয়ে বেঁধেছি ঘর
দেখেছি স্বপন।

এমন তো চাইনি আমি
বিদ্রোহী সুখ,
অবাধ্য হৃদয় বারে বারে খোজে
সেই প্রিয় মুখ।


(১৩/০৫/২০১৩ – রাত ২ টা ১১ মিনিট
পায়রার খোঁপ, জিগাতলা, ঢাকা – ১২০৯)

৫৯৮জন ৫৯৮জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ