জৈষ্ঠের দাগ ললাট থেকে এখনো মুছে যায়নি দক্ষিণের মাঠের। নিয়মিত দেখা মিলছে সাথি হারা দাড় বককে তিলের দাড়ির বরইগাছের ডালে। আষাঢ়কে স্বাগত জানিয়েছে নেচে-গেয়ে বাড়ির পাশের ডোবার কোলাব্যাঙ দম্পতি। বর্ষার প্রথম কদম দেবার কথা ছিল তোমাকে, অথচ ঠিকানা জটিলতায় একে একে সব কদম ঝরে পড়ছে মাটিতে। অংশুর বিয়ের নিমন্ত্রণে বন্ধুদের জোরাজুরি পাশ কাটিয়ে আসলেও, [ বিস্তারিত ]