বাংলাদেশের মুক্তিযুদ্ধের হৃদয় বিদারক একটি দৃশ্য ফুটে উঠেছে যশোরের আঞ্চলিক এই কবিতার মধ্য দিয়ে। কবির নাম জানা নেই ।অনুরোধ রাখছি কারো জানা থাকলে জানাবেন। শিরোণামঃ যুদ্ধ-নছিরণ আর আমি। আবৃত্তিকারঃ দেবব্রত ঘোষ। জুদ্দই যাবার সুমায় নছিরণরে পাজাড়ে ধরে কয়ে গিলাম, ফিরে আসে ওরে আমি ঘরে নেব। জুদ্দর ফাএ ফাএ আমি ওরে দেখতাম, বুহির মদ্যি মাজে মাজে [ বিস্তারিত ]