প্রিয় নাজিফাহ ,
বাতাসকে কানে কানে বলেছি
“উড়ালিয়া”হয়ে উড়িয়ে নিতে
তোমার অভিমান ।
নক্ষত্রকে ডেকেছি , অভিমানের দরজা
যেন তাদের “ স্টোর রুমে “ বন্দী করে
গায় বিজয়ের গান ।
নাজিফাহ , ইচ্ছে হলেই
ছুঁতে পারি তোমার সব অভিমান
বাধার দেয়াল টপকে গড়বো
নতুন কোন অভিধান ।
ইতি আতাহার ।
২. জবাবে নাজিফাহ
প্রিয় আতাহার –
আগেও বলেছি কতোবার তোমাকে
পরোয়া করিনা কিছুই –কাটাবো বিনিদ্র রাত
যদি রাখো ভালোবাসায় – সবুজ সচ্ছলতায়
ইচ্ছে নূপুর তোমাকে দেবো অথবা রঙিন প্রভাত
একান্ত কাশফুল ছুঁয়ে ছুঁয়ে রবো নির্ভরতায়
তবুও কেন এই অযাচিত হেয়ালিপনা
দুরভিসন্ধিমূলক এই উচাটন যন্ত্রণা ?
পূর্ণেন্দু পত্রীর কথোপকথন স্টাইলে আমি আতাহার নাজিফাহর কিছু কবিতা লিখেছি । সেগুলো পোস্ট দিতে ভয় পাই ।
কারণ লেখার মানের একটা ব্যাপার থাকে । কথোপকথন বা ডুয়েট করতে গেলে মান জিনিসটা এক সময় হারিয়ে যায় ।
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চেষ্টা করুণ , একবারে তো হবে না ।
তবে হবে , লিখতে থাকুন । যেহেতু বিষয়টি কঠিন ।
প্রিন্স মাহমুদ
ভালো বলেছেন হেলাল ভাই ।
জিসান শা ইকরাম
ভালোই হয়েছে —
ডুয়েট লেখা আসলেই কঠিন
তবে অসম্ভব নয় 🙂
শুভ কামনা ।
প্রিন্স মাহমুদ
অনন্ত থাকলে সবই সম্ভব , কিন্তু আমি অনন্ত না
আদিব আদ্নান
কথোপকথনের স্টাইলে লেখার প্রয়াস দেখে ভাল লাগল ।
দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই ।
লিখতে থাকেন ।
প্রিন্স মাহমুদ
থাঙ্কু । আমি লিখতেই আছি একটার পর একটা নাজিফাহ । হাহাহাহাহাহা । আপনারা বিরক্ত না হইলেই হয়
নীলকন্ঠ জয়
ভয় পাওয়ার কি আছে? লিখেছেনতো দারুণ।
শুভেচ্ছা।
প্রিন্স মাহমুদ
শান্তি পেলাম আপনার কমেন্ট দেখে ।
শুন্য শুন্যালয়
যাই বলুন আর তাই বলুন, আমি কিন্তু প্রিন্স ভাইয়ের বিশাল ভক্ত 🙂
প্রিন্স মাহমুদ
বলেন কি ! জীবনে প্রথম এই কথা কেউ বলল – অনেক কৃতজ্ঞতা যদি মিথ্যে হলেও বলে থাকেন ।
শুন্য শুন্যালয়
হায় হায় এইটা কি বললেন? মিথ্যে করে ভক্ত হয়ে লাভ কি? হোয়াট ইজ লাভ? 🙂
প্রিন্স মাহমুদ
নিঃস্বার্থ ভালোবাসা
শুন্য শুন্যালয়
🙂
প্রজন্ম ৭১
লেখা চলুক 🙂 সাথে আছি ।
প্রিন্স মাহমুদ
অসংখ্য শুভেচ্ছা
খসড়া
নাজিফাহ সিরিজ চলছে চলুক, ভাল লাগছে।
প্রিন্স মাহমুদ
বাহ !
স্বপ্ন
ভালো লিখেছেন ভাই, শিখছি আমিও লেখা ।
প্রিন্স মাহমুদ
বলেন কি ! আমার কাছে শেখার কিছু আছে নাকি !!!!!!!!
যাযাবর
লিখতে থাকুন ।
প্রিন্স মাহমুদ
লিখতেই আছি ।
আফ্রি আয়েশা
ডুয়েট ভালো হইছে 🙂
প্রিন্স মাহমুদ
তুমি তো সব কিছুই ভালো বল ।