আমার এ আঁধার ঘেরা জগত,
দুঃস্বপ্নের জালে বোনা।
অবচেতন মনে ধূসর মেঘের ক্যানভাসে,
ধোয়াটে কল্পনা ফুটিয়ে তোলার-
অব্যর্থ চেষ্টা।
মাঝে মাঝে, ক্ষণিকের জন্য,
শুভ্র মেঘের স্পর্শ পাওয়ার-
ব্যর্থ আরাধনা।
হয়তো বা স্বপ্ন খুঁজতে চেয়ে,
ক্ষণিক এর তরে-
আলোয় হারানোর চেষ্টা।
দুঃস্বপ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা।
আশা-নিরাশার মাঝে-
দ্বিধা নিয়ে বসে থাকা।
কখনও কখনও কিছু অপ্রত্যাশিত প্রশ্নমালা,
মিছে আশায় খানিকটা স্বস্তি খুঁজে নেওয়া।
শেষ হবে কি ?
আমার এই দ্বিধান্বিত মুহূর্ত গুলো ?
দিন শেষে কি ফিরে পাবো?
যা ক্ষণিকের তরে এসেছিল জীবনে।
আলোছায়ায় দেখিয়ে গিয়েছিল,
অস্পষ্ট অবয়বের খেলা।
গোধূলির লালচে আভায়-
রাঙিয়ে যাবে কি পুনরায় ?
আমার জীবনের ক্ষুদ্র ইচ্ছেগুলো ?
মেতে কি তবে উঠবে তারা ?
সে অবয়বের ফিরে আসার উৎসবে ?
হয়তো হ্যাঁ, অথবা না।
যদি নাই বা খুঁজে পাই তাকে,
তবে প্রতীক্ষার প্রহর গোণা,
পুনরায় চলতে থাকবে।
১৪টি মন্তব্য
নীলকন্ঠ জয়
কখনও কখনও কিছু অপ্রত্যাশিত প্রশ্নমালা,
মিছে আশায় খানিকটা স্বস্তি খুঁজে নেওয়া।
শেষ হবে কি ?
আমার এই দ্বিধান্বিত মুহূর্ত গুলো ?
দিন শেষে কি ফিরে পাবো?
যা ক্ষণিকের তরে এসেছিল জীবনে।
আলোছায়ায় দেখিয়ে গিয়েছিল,
অস্পষ্ট অবয়বের খেলা।
অসাধারণ কাব্যমালা। শুভেচ্ছা। -{@
তওসীফ সাদাত
অসংখ্য ধন্যবাদ 🙂
যাযাবর
ভালো লাগলো আরাধনা । লেখার মাঝে স্পেস টা কমালে বিন্যাসটি চমৎকার হতো -{@ (y)
তওসীফ সাদাত
ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ 🙂
মিথুন
যদি নাই বা খুঁজে পাই তাকে,
তবে প্রতীক্ষার প্রহর গোণা,
পুনরায় চলতে থাকবে……ভালো লাগলো অনেক ভাইয়া .
তওসীফ সাদাত
ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে 🙂
আফ্রি আয়েশা
//কখনও কখনও কিছু অপ্রত্যাশিত প্রশ্নমালা,
মিছে আশায় খানিকটা স্বস্তি খুঁজে নেওয়া।// 🙂
তওসীফ সাদাত
🙂
জিসান শা ইকরাম
প্রাপ্তির আশায় আরাধনা হয় না
এটি করেই যেতে হবে ।
ভালো লেগেছে কবিতা ।
তওসীফ সাদাত
হুম। তারপরও মাঝে মাঝে ভুল করে কিছু পেতে চায়। এবং বরাবরের মত অপ্রাপ্তিই সঙ্গী হয়।
খসড়া
বাহ্ চমৎকার। (Y)
তওসীফ সাদাত
ধন্যবাদ 🙂
প্রিন্স মাহমুদ
আশা-নিরাশার মাঝে
দ্বিধা নিয়ে বসে থাকা
বাহ!
তওসীফ সাদাত
হুম !! 🙂