হয়তো কালোরাত্রি আমাদের স্বাধীনতার উৎস ছিল… যে রাতের কালিমা আমাদের ইতিহাসে সারাজীবন লেগে রবে…
স্বাধীনতা দিবসে এসে বলতে হয় একটি কথাই…
যুদ্ধ চাই, আবার যুদ্ধ চাই। আমরা কি ভুলে গিয়েছি সে অতীত ? সে ইতিহাস ? আমরা কেন সেই দলের পতাকা গালে এঁকে, পতাকা উড়িয়ে তাদের নিয়ে উল্লাসে মাতি ?? আমরা কি মনে রাখিনি তাদের অবদানের কথা ? হা হা হা !! অবদান বলছি কেন ?? অবদান নয়তো কি !! আজ দেশের যে অবস্থান, দেশের সাধারণ মানুষের যে অবস্থান। দেশের চালকদের যে অবস্থান। কি করে বিশ্বাস হয় এই দেশে সে সময় একতা ছিল এতটা ???
আমি আবার যুদ্ধ চাই। হ্যাঁ, চাই, বর্তমানে দেশের এই অবস্থা দেখে কজন মুক্তিযোদ্ধা শান্তি পাচ্ছেন? তাঁরা নিজেদের কতটুকু সার্থক মনে করতে পারছেন?
জানিনা, কতজন পারছেন। তবে, আমি সেসময় ছিলাম না। কিন্তু আমি সে সময় থাকলে এখন এসে দেশের এই অবস্থা দেখে একটাই প্রার্থনা করতাম কেন দেশ কে বাঁচাতে গিয়ে মরলাম না। কেন বেঁচে আছি? দেশের এই অবস্থা দেখবো বলে ???
স্বাধীনতা দিবসে অনেকের চেতনা জেগে উঠবে, অনেকে যাবেন রেকর্ড গড়তে। পরের দিন অভ্যাস বশত দেশের ক্ষতি তে মত্ত হয়ে যাবেন আবারো। নিজ নিজ অবস্থান থেকে যতদিন না আপনি সত্যিকার দেশপ্রেমিক হতে পারছেন। দেশের স্বাধীনতা উপভোগ করার অধিকার আপনার নেই। নিজ নিজ অবস্থান থেকে যতদিন না আপনি নিজেকে বাংলাদেশী পরিচয় দিতে শুধুমাত্র গর্ববোধ নয়, অহংকার করতে শিখছেন, আপনি দেশ কে আগলে রাখতে ব্যর্থ হবেন। যত দিন না আপনি জেনে না জেনে দেশের ক্ষতি করা থেকে বিরত হচ্ছেন আপনি দেশের সত্যিকার নাগরিক নন।
আমি জানি, এসব বলে লাভ নেই, আমি নিজেও দুঃখের সাথে স্বীকার করছি। আমি প্রকৃত দেশপ্রেমিক নই। চেষ্টা করে যাচ্ছি দেশ কে ভালবাসতে, শুধুমাত্র ক্ষণিকের আবেগে নয়… দেশপ্রেম সবসময় বাঁচিয়ে রাখতে। আপনাদের প্রতিও আমার একই আহ্বান থাকবে।
১০টি মন্তব্য
প্রহেলিকা
আপনার আহ্বানকে স্বাগত জানাই এবং সহমত পোষণ করছি আপনার সাথে। আমি বয়সে ছোট সেই কালরাত-এর বর্বরতা দেখিনি আসলে কিন্তু ওদের বর্বরতার কাহিনী শুনে আসলেই ক্ষিপ্ত হয়ে পরি তখন কি করতে ইচ্ছে করে জানেন ??? আমিতো আর সেই পুরনোদিনে ফিরে যেতে পারব না আর তাই আমার ইচ্ছা করে এখন যারা পাকিস্তান জিন্দবাদ বলে তাদের কন্ঠ টেনে ছিড়ে ফেলি। যাই হোক আমার ক্ষিপ্ততা আমার কাছেই রাখি নাহলে কি হবে জানেন ?ওই যে আপনি বললেন “এসব বলে কোনো লাভ নেই” তাই।
আপনি আমি এই কথা বলছি কিন্তু আমাদের মতই একজন আমাদের কথা শুনে বলবে শালা দেশপ্রেমিক হইছে। তখন পারব না সহ্য করতে পারব না গলাচিপে হত্যা করতে তাদের।
ধন্যবাদ প্রিয় রাতুল এই সুন্দর পোষ্টির জন্য। শুভেচ্ছা জানবেন। -{@
রাতুল
”আমাদের মতই একজন আমাদের কথা শুনে বলবে শালা দেশপ্রেমিক হইছে”
একারণেই আমি নিজেই স্বীকার করে নিচ্ছি… আমি দেশপ্রেমিক নই। 🙂
ইশতিয়াক হাসান
আমি জানি, এসব বলে লাভ নেই, আমি নিজেও দুঃখের সাথে স্বীকার করছি। আমি প্রকৃত দেশপ্রেমিক নই। চেষ্টা করে যাচ্ছি দেশ কে ভালবাসতে, শুধুমাত্র ক্ষণিকের আবেগে নয়… দেশপ্রেম সবসময় বাঁচিয়ে রাখতে। আপনাদের প্রতিও আমার একই আহ্বান থাকবে।
ভালো লাগলো। 🙂
রাতুল
জেনে আনন্দিত হলাম। সাথে থাকবেন আশা করি 🙂
শুন্য শুন্যালয়
শুধু পতাকা আঁকা নয়, আমি ভয়ে আঁতকে যাই মাঝে মাঝে অনেকের মন্তব্য দেখে…
আমরা যুদ্ধ টাকে মনে রেখেছি, কিন্তু কেনো যুদ্ধ হয়েছিল তা-ই মনে করতে পারিনা…
দেশ প্রেম বেঁচে থাক, ক্ষীণ কন্ঠে এটুকুই আশা করি…
সুন্দর পোস্ট রাতুল… ধন্যবাদ আপনাকে
রাতুল
আপনাকেও ধন্যবাদ। 🙂
যুদ্ধ হয়ে গিয়েছে, স্বাধীন হইসি, এইবার ফুর্তি কর মামা টাইপ অবস্থা এখন আমাদের। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এই কথা আমাদের মাথায় ঢোকে না।
আবার, যুদ্ধ হইসে, অনেকে মরসে, যারা মারসে তাঁরা তো আর নাই, তাগো প্রজন্মের কি দোষ। আমরা আধুনিক প্রজন্ম তো, স্মার্টলি চিন্তা করি। তাই বাপ মা এর ঝগড়া অপমান, পোলা মাইয়া রা মিটায় ফেলি।
ঐরকম পোলা মাইয়ার মুখে থুঃ !!!
রাতুল
ঐরকম পোলা মাইয়ার মুখে থুঃ !!!
যারা কি না বাবা মা এর অপমান সহ্য করে নিতে শিখেছে…
ব্লগার সজীব
একটাই দেশ আমার , চিন্তায় এবং চেতনায় । ইচ্ছে হয় দেশের জন্য জীবন দিয়ে ধন্য করি নিজকে।
রাতুল
জীবন সাজিয়েও কিন্তু তা করা যেতে পারে… 🙂
ব্লগার রাজু
🙂 (y) -{@