ইসরাইলের উগ্র-জাতীয়তাবাদী জিউইশ হোম পার্টির সংসদ সদস্য আইলেত শাকেদ

প্রতিটি ফিলিস্তিনি মা’কে হত্যা করার ঘৃণিত আহ্বান জানিয়েছেন  ইসরাইলের এক মহিলা সংসদ সদস্য। ইসরাইলের উগ্র-জাতীয়তাবাদী জিউইশ হোম পার্টির সংসদ সদস্য আইলেত শাকেদ ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান আগ্রাসনের সময়ে প্রতিটি ফিলিস্তিনি মাকে হত্যার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে সব ফিলিস্তিনি মা তার ভাষায় ‘ক্ষুদে সর্প ছানার’ জন্ম দিচ্ছে তাদের হত্যা করতে হবে।

আইলেত শাকেদ আরো বলেন, ‘ফিলিস্তিনিদের মরতে হবে এবং তাদের ঘরবাড়ি চুরমার করে দিতে হবে; তাহলেই তারা আর কোনো সন্ত্রাসী পুষতে পারবে না। সব ফিলিস্তিনি ইসরাইলের শত্রু এবং তাদের রক্তে ইসরাইলিদের হাত রাঙাতে হবে।’ নিহত কথিত সন্ত্রাসীদের মায়েদের জন্যও এ কথা সত্য বলে উল্লেখ করেন আইলেত শাকেদ।

সব ফিলিস্তিনিকে ইহুদিবাদী ইসরাইলের শত্রু হিসেবে উল্লেখ করে তাদেরকে হত্যা করতে বলায় আইলেতের এ ঘৃণিত আহ্বানকে নিঃসন্দেহে গণহত্যার উস্কানি হিসেবে চিহ্নিত করা যায়।

কতটা হিংশ্র, উগ্র, সাইকো মনোভাবাপন্ন হলে একজন সংসদ সদস্য এমন আহবান জানাতে পারেন !!
এমন হিংশ্রতার অবসান চাই ।

সুত্রঃ  লেখার লিংক

৮১৮জন ৮১৮জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ