হাজার বছরের অমরত্ব চাই।। একশো বছরের সুখে তুমি ক্লান্ত হবে, একঘেয়েমি মুখ, একঘেয়েমি চোখে, তুমি অন্য কারো ছায়া নেবে, আমি রোদ হয়ে তোমার ছায়ায় মাঝে মিলিয়ে যাবো ।। নিয়নবাতি পাল্টে যখন সলতে জ্বলা প্রদীপ হবে, টিমটিমে ঐ আলোর পাশে ধোঁয়ার আশায় মগ্ন রবো, আমি তোমার এক একটি পরিবর্তনের স্বাক্ষী হবো ।। তোমার আঙ্গুল নিয়ে অন্য [
বিস্তারিত ]