এখন আর আগের মত কথা হয়না।
বলা হয়না পাওয়া না পাওয়ার সাতকাহন।
তবে কি ফুরিয়েছে আমাদের সব কথা?
জানি ফুরোয়নি মোটেই, আছে অনেক বাকি।
হয়তো বলা হয়, শুধু জানতে পাইনা, এই যা।
গুন গুন কথারা ওড়ে অন্য কোনও বাতাসে,
সে বাতাস নড়ে চড়ে, ঢেউ ওঠে শিরশিরিয়ে।
আর অনেক না বলা কথা নিয়ে আমি বসে থাকি,
জানালার পাশের জারুল গাছটার কান্না শুনি,
দুরাগত বিমর্ষ বাতাস আমাকে বলে বলে যায়,
– এটাই তোমার নিয়তি, এটাই তোমার নিয়তি।।
১০টি মন্তব্য
মিথুন
বাহ খুব সুন্দর . কমেডিয়ান হবার চিন্তা বাদ দিন. কবিতা পড়ার সুযোগ দিন. -{@
বোকা মানুষ
🙂
নীহারিকা
“অনেক না বলা কথা নিয়ে আমি বসে থাকি’….ভালো লেগেছে খুব।
বোকা মানুষ
ধন্যবাদ 🙂
খসড়া
ভাল লাগল। বুঝতে কষ্ট হল খুব।
বোকা মানুষ
ভাল লেগেছে জেনে আনন্দিত বোধ করছি। দুরত্বের বিষন্ন অনুভূতির কথা বলতে চেয়েছি।
রকিব লিখন
(y)
বোকা মানুষ
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
এত সহজেই মেনে নিলেন নিয়তি!
অতৃপ্ত অপেক্ষা দেখছি আপনার লেখায় ।
বোকা মানুষ
অনেক সময় নিজের যন্ত্রনা চেপে রেখে নিয়তিকে মেনে নেয়ার ভান করতে হয়, যাতে প্রেমাষ্পদ শান্তিতে থাকে।