ফিরে যাও সেই গুহাবাসের দিনগুলোতে।
ছাল বাকল পরে ঘুরে বেড়াও
প্রান্তর থেকে প্রান্তরে।
বর্শায় গেঁথে ফেল ছুটন্ত আহার।
পাথর ঘষে ঘষে জ্বালানো আগুনে
পোড়াও পশু, ক্ষুন্নিবৃত্তি করো জান্তব গোগ্রাসে।
কি, যাবেনা?
ভেবে দেখ দেখি,
যদি বলতে চাও “ভালবাসি”!
নেই কোনও নিয়মের বাঁধন।
যেমন ইচ্ছে বল, যাকে ইচ্ছে বল।
কেউ বলবেনা কলঙ্কিনী, কিংবা লম্পট।
মন চলবে মনের ইচ্ছে মত,
ইচ্ছের ডানারা খাঁচায় নয় বন্দি,
চোখ রাঙ্গাবেনা কোনও সমাজপতি।
কি? লোভ হচ্ছে এখন?
হাহ হা! সব্বারই হয়।
কেউ বলে, কেউ বলেনা।।
১২টি মন্তব্য
রকিব লিখন
আমি গুহাবাসী হবো না।। তাই আপনার সঙ্গী হতে পারলাম না।।
কবিতা অনেক অনেক ভাল লেগেছে।। (y)
বোকা মানুষ
😀
জিসান শা ইকরাম
যাবোনা মানে যাবোই -{@ (y)
বোকা মানুষ
হা হা জিসান ভাই। পাগলামি করতে না পারলে জীবনটাই বৃথা হয়ে যেতে চায় :c
খসড়া
কেউ বলে, কেউ বলেনা।। আমি কইতে চাই।
বোকা মানুষ
শাবাশ :c
শিশির কনা
খুব লোভ হচ্ছে , আমিও যাবো ।
বোকা মানুষ
স্বিকারোক্তির জন্য শাবাশ :c স্বিকার করার বুকের পাটা সবার থাকেনা 🙂
আদিব আদ্নান
অবশ্যই যাব, যেতে চাই আদি অকৃত্রিমতায় ।
বোকা মানুষ
স্বাগতম মুখোশহীনতায় 🙂
শুন্য শুন্যালয়
ইচ্ছেটা চাপা রাখলাম… তবে লেখাটা দারুন… আপনার ইচ্ছার জয় হোক… 🙂
বোকা মানুষ
🙂 অনেক ধন্যবাদ