আমরা মানুষ জাতি হিসেবেই সৃষ্টিকুলে পরিচিত। সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির সেরা হিসেবেই সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল ভাষা বুঝার ক্ষমতা বা অধিকার আশরাফুল মাক্লুকাতকে দিয়েছেন। তারপরও আমরা অবুঝ। সকল সৃষ্টির মাঝেই আছে অমিল দ্বন্দ ও ফ্যাসাদ মানুষ তা থেকেই আলাদা নই, মনুষ্য হয়েও। ইচ্ছা বা সাধ বা আকাংখ্যা মনে জাগ্রত হলেই কি সব [ বিস্তারিত ]