আজিও বকুল তলে মনে হই দাঁড়িয়ে
আনমনা মনটা কি যেন খোজে
উজ্জ্বল তারার নয়নে মনটা
লাজ হারা অতীত ক্ষণটা।।
আসে যদি ফিরে অতীত দিনটা
মন কাাঁদে খোজে স্মৃতির আকাশটা।
ভুলে গেলেই পিছনটা না ভোলে
জেগে থাকে জ্বলন্ত অন্তরে
দালান বা হোকনা কুড়েঘরে বাসটা
হৃদয় খুড়ে ফুলে উঠে স্মমৃতিময় কলিকালটা।।
২১টি মন্তব্য
নিতাই বাবু
আহারে স্মৃতি! কোনোএক কালের স্মৃতি আজও মনে হয় আমার দাদার অবুঝ হৃদয়ে ভেসে ওঠে। আপনার লেখা কবিতাটি আমার হৃয়দটাকে নাড়া দিয়ে ফেললো দাদা। ওই যে একবার লিখেছিলাম, এক বিকেলের ভালো লাগা সারাজীবনের স্মৃতি” তা নিশ্চয় পড়েছেন? আপনার লেখা পড়ে তা-ই মনে পড়ে গেল শ্রদ্ধেয় মজিবর দাদা।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ দাদা, এটা উপর তিন থেকে চারবার আমার আপনার মাঝে কনভার্সন হয়েছিল। লেখার মাঝে পক্ষে বিপক্ষে কয়হা না জমেনা। দাদা। ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
আহারে এতদিন এই কলিজাটা নিয়ে আপনি কোথায় ছিলেন!!
ভাগ্যিস কেউ লবন দিয়ে দেয় নি।
মোঃ মজিবর রহমান
যে দেবার সেই তো গেছে গা।
আছি ভাই আপনাদের সাথেই।
আরজু মুক্তা
আমি পিছন ফিরে চাইনা,কিন্তু স্মৃতি রা ডাকে।।
মোঃ মজিবর রহমান
হুম! ডাকবেই , পিছনে ফিরে তাকাতেই হবে। যাই থাকুক না কেন??
মনির হোসেন মমি
স্মৃতি আমাদের বয়সের একটা সময় তাড়িয়ে বেড়াবে কারন আমাদের স্মৃতি নতুনদের ইতিহাস।খুব ভাল লাগল।
মোঃ মজিবর রহমান
সত্যিই তাই মনির ভাই।
জিসান শা ইকরাম
কোথায় ছিলেন ভাই এমন স্মৃতি নিয়া?
শুভ কামনা৷
মোঃ মজিবর রহমান
স্রিতির সদাই করতে গেছিলাম ভাই।
শুভ কামনাক রইল।
শাহরিন
আজ যা বর্তমান কাল তা স্মৃতি, মানুষ যতদিন বেচে আছে তত দিন স্মৃতি থাকবে।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আপু। অতীত জাগানিয়া সৃতি।
ইঞ্জা
বাহ দারুণ লিখলেন ভাই।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাইজান।
ইঞ্জা
শুভেচ্ছা প্রিয় ভাই।
সাবিনা ইয়াসমিন
স্মৃতির ধরনই এমন, যখন তখন পিছু ডেকে যায়। সময়ের নিয়মে কেবলই জরো হতে থাকে।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
পড়ার জন্য ধন্যবাদ আপু।
শামীম চৌধুরী
মজিবর ভাই
“আনমনা মন্টা কি যেন খোজে” এখানে মন্টা বলতে কি বুঝাতে চেয়েছেন বুঝলাম না। নাকি মনটা হবে?
যাহা হউক কবিতায় ছন্দের দারুন মিল খুঁজে পেলাম। খুব ভালো লাগলো।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ ভাই, মনটা হবে। ধন্যবাদ আপনাকে।
হাফেজ আহমেদ রাশেদ
স্মৃতিরা এমনই কখন কোথা থেকো এসো হাত বাড়িয়ে ডাকতে থাকে
মোঃ মজিবর রহমান
হ্যাঁ রাশেদ ভাই। কখন কিভাবে আসে আমরা বুঝতেই পারিনা।