অবসরেই স্মৃতি জাগানিয়া

মোঃ মজিবর রহমান ৪ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১১:৫৬:৩৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

আজিও বকুল তলে মনে হই দাঁড়িয়ে
আনমনা মনটা কি যেন খোজে
উজ্জ্বল তারার নয়নে মনটা
লাজ হারা অতীত ক্ষণটা।।

আসে যদি ফিরে অতীত দিনটা
মন কাাঁদে খোজে স্মৃতির আকাশটা।

ভুলে গেলেই পিছনটা না ভোলে
জেগে থাকে জ্বলন্ত অন্তরে
দালান বা হোকনা কুড়েঘরে বাসটা
হৃদয় খুড়ে ফুলে উঠে স্মমৃতিময় কলিকালটা।।

৮৪৩জন ৭২৪জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ