ফাগুনের তপ্ত হাওয়া ফাল্গুনের তপ্ত উতাল হাওয়া লেগেছে প্রাণে, শুধু তোমায় খুঁজি দুই নয়নে। মন চায় শুধু এখানে-ওখানে খুঁজে বেড়াতে, চায় না মন তোমায় হারাতে। ফাল্গুনের এই মৃদু হাওয়ায় উতালা আমার মন, কানে বাজে তোমার আগমন। তোমার আগমনী বার্তায় চেয়ে থাকি পথ পানে, তুমি কোথায় ফাগুনও না জানে। ফাগুনের সুরেলা হাওয়ায় তোমারই গাওয়া সুর, আহা্ [
বিস্তারিত ]