সেদিন রাত্রির প্রথম প্রহরে রাস্তার পাশে সুসজ্জিত ল্যাম্পপোস্টের নিচে- নিয়ন বাতির আবছা আলোয় দাঁড়িয়ে, আকাশ-বাতাসকে সাক্ষী রেখে কথা দিলে; কখনো কোনো অবস্থাতেই ভুলবে না তুমি আমাকে।। যে হাত ধরেছো তুমি জীবনের পড়ন্ত বেলায় - সে হাত ছাড়বে না কভু - কথা দিয়েছিলে; তোমার হৃদয় সিংহাসনে আমার জন্য যে আসন গড়েছ তুমি - কাউকে বসতে [ বিস্তারিত ]