হাসপাতাল-কান্নার আহাজারিতে ছয়লাব চারিদিক, আবাল-বৃদ্ধ-বনিতা,সঙ থেকে ভড়ং সুন্দরী; লহরী-ক্রন্দন ধীর থেকে দ্রুত লয়ে করে পথ অতিক্রম। হাসি হাসি সুখ-মুখের ভান করে অপেক্ষমাণের মিছিল-ছিজিল, একটু পরেই চিৎকার চেঁচামেচির অপারেশন টেবিল, সদাশয় চিকিৎসকের; আজ অকাতরে বিলানো মানত-শিরনী কুড়োবার কেউ নেই, বিধাতার কাছে করুন আকুতি, মাফ করে দিন এবারের মত এই একটি বার, বিধাতা ব্যস্ত এখন!নিজ কাজে; [ বিস্তারিত ]