শব্দ, যানজট আর ধুলোর এ শহর, ঢাকা; আগন্তুক একজন, বেসামাল দিশেহারা, ক্লান্ত-পরিশ্রান্ত ত্যক্ত-বিরক্ত, শুষে নেয় পরমায়ু; যন্ত্র দানব মহুর্মুহু ছুড়ে দেয় পোড়া গন্ধময় আগুন-হল্কা; অতি নিকট দূরত্বে জম্পেশ-জমাট বইমেলা, বইয়ের মেলা, বেশুমার ভিড়, বস্ত্র বালকদের আর বস্ত্র বালিকাদের, সবাই এগুচ্ছে জোর কদমে; উন্মাতাল সোহাগ শিহরণে; রাশভারী আলোকোজ্জ্বল প্যাভিলিয়নের পার্শ্ব-দেশে কাঁদো কাঁদো চোখমুখে অনুর্বর দোকানি! [ বিস্তারিত ]