আকাশটা আজ কার-- আমি অনন্তর দৃষ্টি বিছিয়ে রেখে যাবো তোমার কঠিন দেয়ালের পলেস্তারায়!নির্বাক ঠোঁটের ফোঁকর গলে যেদিন হাসতে চাইবে! সেদিনও সেখানে আমার রেখে যাওয়া কষ্টগুলো গিলতে দেখবো ; বাতাসের গায়ে তুলো ভাসার মতো ভাসিয়ে দিও দেয়া কথাদের অঙ্গিকার ।এখন আমি বারান্দার রকিং চেয়ারের কোলে বসে আকাশ দেখি। সঞ্চয়িতার পৃষ্ঠা ওল্টাই আর লাবন্যের হাত ধরে ধরে [ বিস্তারিত ]