কেকা বোঝে কি করে, কেমন করে বুঝে চলতে হয়। অদ্রি বোঝেনা। কেকা বুঝে সবটা বুঝিয়ে বলেনা, কেন এভাবে অদ্রি'কে বললো, তমা'র ব্যাপারে ? বন্ধুত্বের হিংসুটেপনা নয়, অদূরবর্তী অনাকাঙ্খিত বাজে পরিস্থিতির ব্যাপারে সতর্কতায় কেকা বন্ধু'র মতোই আচরন করার চেষ্টা করেছিলো। অদ্রি'কে ভালো বোঝে কেকা।ভালো চেনে /জানে। স্কুলের অবকাঠামো গত কারনে বর্ষাকালে প্রায়ই স্যার, ম্যাডামরা টিচার্স রুম [ বিস্তারিত ]