বালু চরে বইছে শরতের আকাশ মৃদু হাওয়ায় দুলছে কাঁশ ফুলের বুক ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় গাং চিলের দল মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুর সারি সারি পাল তোলা তরী ভেসে যায় দুর অভিসারে মেঘের ভেলায় ঢেকে যায় রবির মুখ শুভ্রতা ছড়ায় কাঁশ ফুলের পাপড়ী জেগে উঠে প্রকৃতি, কোমল ছোয়ায় এক বিকেলে তুমি এসো মেঘ বালিকা হয়ে হাতে [ বিস্তারিত ]