কেন এতো বিরহের গান গাও কবি, এসো আজ মিলনের পথে চলি বিচ্ছেদের বীণায় যদি যায় তার ছিঁড়ে নতুন সুর আজি নাও তুলে। দুঃখ কষ্টের গীত, নাহি রচ আর প্রভাতের আলোয় শিউলি ঝরে পড়ে নিশি রাতে ছড়ালো সুবাস কার তরে, ভুলে গিয়ে সব, আবার নতুন করে জাগে । কঠিন যে পাহাড়, সেও কাঁদে হায় সে কান্না [
বিস্তারিত ]