বইয়ের পাতার মতো জীবন খাতা যেন ভিন্ন ভিন্ন অধ্যায়ে ভাগ করা। এক এক অধ্যায়ে লেখা হয় এক এক স্বপ্ন গাঁথা, কোনো অধ্যায়ে রকমারি চিত্র আঁকা যেন এক জলছবি। কোনো অধ্যায়ে স্বপ্ন পূরণের ছবি আঁকা, কোনো অধ্যায়ে সন্ধি না হয় বিচ্ছেদের কাব্য গাঁথা। কোনো অধ্যায়ে পরিবার, পরিজন সংসারের ব্যাস্ততা, কোনো অধ্যায়ে আবার রাতের নির্জনতায়, একাকিত্বের [ বিস্তারিত ]