ঈদ মুবারক

হালিমা আক্তার ৩ মে ২০২২, মঙ্গলবার, ১২:৪৪:৩৬পূর্বাহ্ন অন্যান্য ৪ মন্তব্য

শাওয়ালের ১ম তারিখ। ঈদুল ফিতর। শুধু একটি তারিখ বা দিন নয়। এর সাথে জড়িয়ে আছে কতো আবেগ, উচ্ছাস, ভালোবাসা। দীর্ঘ অপেক্ষার মিলন মেলা।পুরো একটি বছর অপেক্ষা। এদিন টির জন্য কতো আয়োজন, কতো পরিকল্পনা। কতো ছুটে চলা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নেয়ার জন্য দীঘল পথ পাড়ি দেয়া। পথে কতো কষ্ট,কতো দুর্ভোগ। কোন কিছুই থামাতে পারেনা। সব ক্লান্তি দূর হয়ে যায় আপন জনের সান্নিধ্য লাভের আশায়। মান অভিমান সব ভুলে সকলে মিলিত হয় এক সূতোয়। ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে পরিবার পরিজন প্রিয়জন একসাথে মিলি। সকলকে ঈদের শুভেচ্ছা। নির্মল শুদ্ধতায় ভরে উঠুক আগামীর পথ চলা।

১জন ১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ