ইচ্ছে করে আকাশের নীল মেখে প্রজাপতি, ঘাসফড়িং হয়ে বেড়াই পথে পথে, ইচ্ছে করেই রঙিন স্বপ্ন গুলো দূর আকাশে ছড়িয়ে দিতে। কখনো বা ইচ্ছে জাগে, পাখির মত ডানা মেলে পথ হারাই আকাশে সীমাহীন প্রান্তে, ইচ্ছে করে মেঘ হয়ে আকাশকে ছুঁয়ে দিতে। স্বচ্ছ আকাশে জমে মেঘের জল কনা ইচ্ছের পাপড়ি পায় না রোদ্দুর দেখা, আধারের বুকে, [ বিস্তারিত ]