=========================== রাতের নীরবতা সোনালি দিনের আদর চায় অথচ বুঝতে চায় না রাতের বুকে আঁধার সেজেছে; চাঁদ নেই- সূর্য নেই- নেই কোন তারার দল! তবুও দৃষ্টির পাত যেনো সুখের মহর বুকের সমুদ্রে ভেসে যায়- ঘুমে ভেজা প্রতি রাতের বালিশ; সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে; তবুও কবিতাতে হাটি, [ বিস্তারিত ]