নীলিমা কথা রাখেনি

নীলকন্ঠ জয় ৫ ডিসেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১২:০১:২৩অপরাহ্ন কবিতা ৩৮ মন্তব্য

নীলিমা কথা দিয়েছিলো
সুখের একটা সংসার হবে আমাদের,
স্বপ্ন দেখেছিলাম, আশায় বুক বেঁধে।
হাতে হাত রেখে,মহাদেবকে সাক্ষী রেখে
কল্পনায় সিঁদুর পরিয়েছিলাম,কতশত বার ওর ললাটে।।
নীলিমা কথা দিয়েছিলো
আমাকে নিয়েই গড়বে সুখের ভুবন,
আপনার চেয়ে আমিই ছিলাম আপন।।
নীলিমা কথা রাখেনি,
দূরে চলে গিয়ে, ফিরে আর আসেনি।।

৭৯৪জন ৭৯৪জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ