নীলিমা কথা দিয়েছিলো
সুখের একটা সংসার হবে আমাদের,
স্বপ্ন দেখেছিলাম, আশায় বুক বেঁধে।
হাতে হাত রেখে,মহাদেবকে সাক্ষী রেখে
কল্পনায় সিঁদুর পরিয়েছিলাম,কতশত বার ওর ললাটে।।
নীলিমা কথা দিয়েছিলো
আমাকে নিয়েই গড়বে সুখের ভুবন,
আপনার চেয়ে আমিই ছিলাম আপন।।
নীলিমা কথা রাখেনি,
দূরে চলে গিয়ে, ফিরে আর আসেনি।।
৩৮টি মন্তব্য
তামান্না রুবাইয়াত
ও ওহ কষ্ট পেলাম। 🙁
নীলকন্ঠ জয়
🙁
এই মেঘ এই রোদ্দুর
নীলিমারে ধইরা মাইর দিতে হইব । বেয়াদব মেয়ে ছেলে । এত সুন্দর মনের একটা ভাইয়াকে দেয়া কথা না রাইখ্যা চলে গেছে সে । 🙁 (
কবিতা সুন্দর হইছে
নীলকন্ঠ জয়
থাক মাইর দেওয়া লাগবে না। 🙁
মানুষকে তার নিজের মতই সুখি হতে দেওয়াই ভালো।
ধন্যবাদ ছবি আপু।
ছন্নছাড়া
যারা ভালোবাসার সম্মান রাখতে জানে না তাদের ভালোবাসার কোন অধিকার নাই ……………।।
এ সব নীলিমা রা কখনোই কথা রাখে না ………………………।।
তারা দূর নীলিমায় মিশে থাকে …………… হয়তো পালিয়ে থাকে …………।।
এ সম নীলিমাদের জন্য আমার মায়া হয় …………………
নীলকন্ঠ জয়
ছন্নছাড়া ভালোবাসা অর্থ আবেগ ছাড়া আর কিছু নয়। এখন তাই বর্জন করে চলি।। 🙁
ছন্নছাড়া
আবেগ ছাড়া জীবনের কোন অর্থ নাই ……… তেমনি বেচে থাকার জন্য ভালোবাসা … কোন এক ছন্নছাড়া নীলিমার জন্য নীলা কে কষ্ট দেওার মানে হয় না ………………
যে নীলিমা কথা রাখে না তার কথা মনে রাখার মানে হয় না ………………
নীলকন্ঠ জয়
হুম কঠিন কিছু সত্য মেনে নেওয়া আরো কঠিন।
ছন্নছাড়া
নিজের জন্য না হলেও অন্যর কথা ভেবে সত্য টা মেনে নেওয়া উচিৎ ……
মাঝে মাঝে নিজের জীবনের অধিকার শুধু নিজের উপরে থাকে না সে জীবনের সাথে অন্য মানুষ জরিয়ে থাকে তাদের কথা ভেবে ……………।
নিজের জীবনের কঠিন সত্য গুলো মেনে নিতে হয় ………।।
নীলকন্ঠ জয়
হুম ধন্যবাদ।।
তন্দ্রা
দেখ, দুঃখ কাকে বলে, আমার জ্বালা বুঝলি না।
কা্ কাঁদরে মন ভইরা কাঁদ,
দিন রাত্রি ভইরা কাঁদ।
নীলকন্ঠ জয়
🙁 🙁
তন্দ্রা
কিরে শুধু দাতের চেহারাই পেলাম তারে পেলাম না।
নীলকন্ঠ জয়
;? ;?
জিসান শা ইকরাম
কিছু নীলিমা কথা রাখেনা
তাতে , হতাশার কিছু নেই 🙂
নীলিমারা কথা না রাখলে এমন সুন্দর সুন্দর লেখা আসে -{@
নীলকন্ঠ জয়
আমিতো কবিতা চাইনি ভাইয়া। 🙁
মা মাটি দেশ
ছেড়ে যাবার মাঝেই প্রেমের সার্থকতা। (y)
নীলকন্ঠ জয়
নতুন করে বুঝতে চাই না, অমন সার্থকতার কি কোন মূল্য থাকে?
লীলাবতী
নীলিমা কথা রাখবে আশাকরি (y)
নীলকন্ঠ জয়
ধন্যবাদ লীলাদি।। তবে সম্ভাবনা জিরো টু ইনফিনিটি ।।
শিশির কনা
নীলিমার ঠিকানাটি দিনতো , কথা রাখবেনা কেনো জিজ্ঞেস করে আসি । তারও তো অভিমান থাকতে পারে :p
নীলকন্ঠ জয়
ড.শিশির কনা ঠিকানা দেওয়ার সময় ফুরিয়ে গেছে। সে এখন নতুন ঠিকানায় থাকে। 🙁
ফাহিমা কানিজ লাভা
আচ্ছা, নীলিমার দেখা পেলে আপনার কথা মনে করিয়ে দেব। 🙂
নীলকন্ঠ জয়
ধন্যবাদ আপু। 🙂
মিথুন
আমি নীলিমার দুঃখে দুঃখী। সে জানলোনা সে কে হারালো ।।
নীলকন্ঠ জয়
সুখী মানুষের দুঃখে দুঃখী হলেন? সে হয়তো ঠিকই করেছে। যোগ্য মানুষেরই তো কদর বেশী তাই না?
ছাইরাছ হেলাল
নীলিমারা কথা রাখার জন্য কথা দেয় নাকী !
আহারে , কি হবে এখন ?
নীলকন্ঠ জয়
যা হওয়ার তাতো হয়েই গেছে ভাইয়া। এখন আর কিছু করার নেই।।
ধন্যবাদ।। -{@
খসড়া
সব দোষ নিলীমার :p
নীলকন্ঠ জয়
হ্যা সব :p
শুন্য শুন্যালয়
পোড়াকপালি গেছে যাক গে…দেখুন কি সুন্দর এক একটি নতুন ভোর ..
নীলকন্ঠ জয়
ধন্যবাদ শুন্য দি।। নতুন ভোরের প্রতিক্ষায় আছি। 🙂
বনলতা সেন
নীলিমা ধোয়া বা নিদেন পক্ষে আধোয়া তুলসী পাতাটি নয় ,
তেমনি অন্যরাও আস্ত-মস্ত তুলসী গাছ ও নয় , এক পক্ষ কে দোষ দিয়ে পার পাওয়ার
চেষ্টাটি বিলক্ষণ অপচেষ্টা মাত্র ।
লেখা , ভালই লেখেন আপনি ।
নীলকন্ঠ জয়
দোষ ঘাড়ে নিতে আপত্তি নেই, তবু কথা রাখুক।
ধন্যবাদ বনলতা দি।
হতভাগ্য কবি
নীলিমারা এমনি। সর্বস্ব কেড়ে নিয়ে চলে যাবে টের পাবেন না । নিলিমাদের জন্য ভালবাসা।
নীলকন্ঠ জয়
তবু ভালোবাসাই রইলো।। (y)
হতভাগ্য কবি
🙂 🙂 🙂
নীলকন্ঠ জয়
🙂