
চায়ের টঙে পিঠে রোদ মেখে ইয়ার দোস্তদের সাথে গাল-গল্প, হাসি-ঠাট্টা-তামাশা
করা যেতেই পারে, করি-ও;
ঘ্রাণে ঘ্রাণে;
সৈকতে সমুদ্র-মুখি হলে/হয়ে ঢেউয়ের ধমনী-ধ্বনিতে ডুবে ডুবে, ডুবিয়ে স্মৃতি মন্থন
করা যেতেই পারে, করি-ও;
দ্বীপের দ্বীপান্তরে বসে/যেয়ে ভাবনার পেয়ালা চুমুকে রেখে উদাস হতেই পারি,
হৈই-ও;
বয়ান-গুচ্ছ বুকে(বেঁধে) লুকিয়ে নতমুখে রাজপথে বা বনপথে হেঁটে যেতেই পারি,
যাই- ও;
একজন তীক্ষ্ণ তরুণ কে নিয়ে এই অক্ষম/ অনভ্যস্ত (আমি) কী-ই-বা লিখতে পারি!
পারি-না!
তাঁর লেখার প্রতিরূপ এঁকে এঁকে কতটুকুই বা এগোতে পারি/এগোই?
নাহ নাহ, নাতো, কেউ-ই প্ররোচিত করে-নি/করে-না;
সমুজ্জ্বল সুবাতাস কী করে উপেক্ষায় রাখি, দীর্ঘ দীর্ঘ পথ চলায়!
আনন্দ- বেদনায়,ঝড় ঝঞ্ঝায়-ও;
লিখে-টিখে চুইয়ে পড়া আন্তরিকতা! তাতো পারিনি/পারি-ও-না;
প্রত্যক্ষ বা পরোক্ষ স্মৃতি নির্ভর তিরতিরে উপলব্ধি! এড়াতে তো পারি-না, পারি-নি।
শুভেচ্ছা মনির হোসেন মমিকে, পাঁচশত তম লেখার জন্য।
আপনি সোনেলার, সোনেলা আপনার।
আল্লাহ আপনাকে আপনার পরিবার সহ তাঁর কৃপার চোখে রাখুন,
এ প্রার্থনা আমার/আমাদের সবার।
ছবি নেটের।
১৩টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
অভিনন্দন মমি ভাইয়া। পাঁচশত লেখা! এটা সত্যিকারের একজন সাহিত্যপ্রেমির পক্ষেই সম্ভব! আপনাকে বিনম্র শ্রদ্ধা এবং স্যালুট। এভাবেই লিখতে থাকুন আপনারা আমাদের নবীনদের জন্য মাইলফলক।
সাইরাস ভাইয়ার এমন একটি শুভেচ্ছা সম্বলিত লেখা এই দিনটিকে আরও মহিমান্বিত করেছে নিঃসন্দেহে।
দুজনের জন্য শুভকামনা সবসময়। ভালো থাকবেন আপনারা আমাদেরকে পথ দেখানোর জন্য।
ছাইরাছ হেলাল
আমিও নবীনদের মত প্রতিনিয়ত শিখছি/লিখছি আপনাদের থেকেই।
ভাল থাকবেন আপনি।
আলমগীর সরকার লিটন
অনেক শুভেচ্ছা রইল
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
বাপরে বাপ! ৫০০ তম পোস্ট! সত্যিই অসাধারণ। মমি ভাইয়ের জন্য অজস্র লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। উনি সোনেলার এটাই সত্যি। ঈশ্বর মঙ্গল করুন। ভাইয়ার শতায়ু কামনা করছি।
হেলাল ভাই আপনাকেও ধন্যবাদ শুভেচ্ছা পোস্ট তৈরি করে আমাদেরকে জানানোর জন্য। আপনাদের দুজনের জন্যই অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, তিনি আমাদের সোনেলার।
ধন্যবাদ দিচ্ছি।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ শুভ কামনা ও আন্তরিক অভিনন্দন রইল দু’জনের প্রতি
সুন্দর সুন্দর লেখা সর্বদা পারো এই আশা রেখে।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
অনলাইন জগতে আমার খুব আন্তরিক একজন প্রিয় মানুষ মনির হোসেন মমি ভাই। আন্তরিক শুভেচ্ছা এক সংগে পথে চলছি সোনেলা প্রান্তরে। সোনেলা অবগাহনে হৃদতাপুর্ন্তায়। অনেক অনেক শুভেচ্ছা। ভাইজান।
নার্গিস রশিদ
খুবই সুন্দর প্রকাশ । ভালো লাগলো। ভালো থাকবেন।
নার্গিস রশিদ
আপনার অনেকগুলো কবিতা পড়লাম । খুব সুন্দর রচনা।
ভাইয়া যদি আমার সাম্প্রতিক লেখাটির প্যারা গুলোর মধ্যে গ্যাপ করে দিতেন উপকৃত হতাম। অনেক ধন্যবাদ ।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ এতো বড় ঘটনা ঘটিয়ে ফেললো কবে। মমী ভাই অনেক অনেক শুভেচ্ছা। চালিয়ে যান!!!
হালিম নজরুল
৫০০!!!!!
শুধুই শুভকামনা
হালিমা আক্তার
অভিনন্দন ও শুভকামনা মমী ভাই। এভাবেই কলম চলুক। শুভ কামনা ছাইরাছ হেলাল ভাইকে এত সুন্দর পোস্ট উপহার দেয়ার জন্য।