
কোন কিংবদন্তি ছুটে আসে-না, আসে-নি,
ধন্বন্তরি উপশম হাতে, উদ্বিগ্নতায় চোখ ঢেলে
বিমূর্ত আলোকবর্ষে;
অধরা যখন সুখচক্রের পাখ-পাখালি,
নিষিদ্ধ গল্পের মত;
বিলাসী নদীতীরেরা ক্রমাগত ভেসে যাচ্ছে
মতিচ্ছন্ন রাজনীতি মেনে,
পরবাসী ভোর দূরে থেকে-ই দূরে মিলিয়ে যাচ্ছে
কিছু না-লিখে রেখেই;
বাসা-বদল করা অনিদ্রারা শুধুই ব্যক্তিগত নাটক
রচনার পটভূমি খুঁজতে থাকে, ক্রমাগত;
সবুজ সকালের শিশির-গন্ধে, থেকে যায় শুধু
সামান্য কিছু ইনিয়ে বিনিয়ে না-বলা আক্ষেপ-বার্তা।
ছবি নেটের।
৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুখ সবসময়ই অধরা থেকে যায় যদিও ‘সুখ’ হলো আপেক্ষিক। তবুও তার জন্য কতকিছু করতে পারি। আক্ষেপ করাটাই এখন প্যাশনে পরিণত হয়েছে। আক্ষেপ-বার্তা হবে মনে হয়! টাইপিং মিস্টেক। অনেক দিন পর আপনার লেখা পেলাম। আমিও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি লেখায় ফিরে আসার। কেমন যেন একটা দমবন্ধ অবস্থায় আছি লেখা নিয়ে। লিখতে না পারার যন্ত্রণায় ছটফট করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ দীপাবলির শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি
মনির হোসেন মমি
অপূর্ণতা নিয়েই জীবন শেষ হয়।
সুন্দর কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর রূপকের আলোড়ন।
জীবন ও সময় দুয়েরই চিত্র প্রস্ফুটিত।
অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায়।
(শেষ দুই চরণ অতিশয় হৃদয়গ্রাহী)
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনার প্রকাশ কবি দা
মোঃ মজিবর রহমান
পুর্ন নহি আশা, সেতো চির বোঝা
পুর্ণ যহি হয়েই যাই
দুঃখ তাহলে পালায় যাই।
হালিমা আক্তার
জীবনে কেউ কখনো পূর্ণতা পায় নি। আর হয়তো পাবে ও না। সব পূর্ণতা পেয়ে গেলে তৃষ্ণা থাকবে না। শুভ কামনা রইলো।
নার্গিস রশিদ
অনুভূতির সুন্দর প্রকাশ । ভালো থাকবেন।